এনসিএল টি-টোয়েন্টি
নাঈম-আনিসুলে ঢাকা মেট্রোর চারে চার
১৫ ডিসেম্বর ২০২৪ ১৬:২০
এনসিএল টি-টোয়েন্টিতে টানা চার জয়ে উড়ছে ঢাকা মেট্রো। আজ ঢাকা বিভাগের বিপক্ষে টুর্নামেন্টে চতুর্থ ম্যাচ জিতেছেন নাঈম শেখরা। ঢাকাকে ১৯ রানে হারানোর এই ম্যাচে অধিনায়ক নাঈমের সাথে বড় অবদান আনিসুল ইসলাম ইমনের। যদিও নেট রান রেটে পিছিয়ে থাকায় টানা এই সাফল্যেও জুটেনি টেবিলের শীর্ষস্থান।
টস হেরে ব্যাট করতে নেমে নাঈমের ৫৪ বলে ৬৯ রানের ইনিংসে ২০ ওভারে সাত উইকেটে হারিয়ে ১৯০ রানের সংগ্রহ পায় ঢাকা মেট্রো। জবাবে ব্যাট করতে নেমে আনিসুল ইমনের তোপে আট উইকেট হারিয়ে ১৭১ রানে থামে ঢাকা বিভাগ।
রান তাড়ায় নেমে ব্যর্থ ঢাকা অধিনায়ক সাইফ হাসান। ফিরেছেন ব্যক্তিগত এক রানে। তবে রনি তালুকদার খেলেন ১৯ বলে ৩৯ রানের দুর্দান্ত ক্যামিও। তার সাথে আরিফুল ইসলামের ৩১ বলে ৪২ রানের ইনিংসে জমে ওঠে লড়াই। যদিও আনিসুলের বলে তার বিদায়ের পরই কার্যত আশা শেষ হয়ে যায় ঢাকার। মিডল অর্ডারে আসেনি তেমন কার্যকরী ইনিংস। আনিসুল ম্যাচ শেষ করেছেন চার ওভার বল করে ৩৮ রানে চার উইকেট নিয়ে।
৬৫, ৪৩, ২৫, ৬৯; ঢাকা মেট্রোর নাঈম শেখের শেষ চার ইনিংস। সর্বশেষটি এসেছে আজ ঢাকার বিপক্ষে। আট চার ও এক ছক্কায় সাজানো এই ইনিংসের সাথে শামসুর রহমান শুভর ২২ বলে ৪৩-এর ক্যামিওতে দুইশো ছোঁয়া সংগ্রহ পায় ঢাকা মেট্রো। এ ছাড়া তিনে নেমে আনিসুল ইমনও খেলেনে ১৩ বলে ২৩ রানের ইনিংস। দুটি করে উইকেট নেনে সুমন খান ও নাজমুল ইসলাম অপু।
সারাবাংলা/জেটি