Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাহিদ রানা হঠাৎ টি-টোয়েন্টি দলে

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ২০:৪১ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ০২:৫২

কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলতে মাঠে নামছে বাংলাদেশ। তার আগে স্কোয়াডে পেস অস্ত্রো বাড়ালো সফরকারীরা। তরুণ পেস বোলার নাহিদ রানাকে স্কোয়াডে যোগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ২২ বছর বয়সী নাহিদের টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি। টেস্ট ও ওয়ানডেতে অভিষেকের পর থেকেই অবশ্য আলোচনায় উঠে এসেছেন। জোরে বোলিং করতে পারার প্রতিভাতে অনেকেই মুগ্ধ করেছেন বাংলাদেশি পেসার।

নাহিদের অন্তর্ভুক্তিতে টি-টোয়েন্টি স্কোয়াডে বাংলাদেশের পেসার হলো পাঁচজন। আগে থেকেই ছিলেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মণ্ডলদের সঙ্গে এখন যুক্ত হলো নাহিদ রানা।

বিজ্ঞাপন

আগামীকাল ভোরে প্রথম টি-টোয়েন্টি খেলতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ১৮ ও ২০ ডিসেম্বর মাঠে গড়াবে সিরিজের বাকি দুই ম্যাচ।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক, শামিম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মন্ডল ও নাহিদ রানা।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর