Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাওয়াশের ম্যাচ লিটনদের যত রেকর্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ১১:২০

রেকর্ড গড়েই উইন্ডিজকে বাংলাওয়াশ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। কিংসটাউনে অভূতপূর্ব এই সফলতা এসেছে তৃতীয় ও শেষ ম্যাচে ৮০ রানের জয়ে। বড় ব্যবধানে জেতা এই ম্যাচে বেশ কিছু রেকর্ডও নতুন করে লিখেছেন লিটন দাস-তাসকিন আহমেদরা।

এক নজরে দেখে নিন, সেসব রেকর্ড-

১৮৯

বিদেশের মাটিতে প্রথমে ব্যাট করে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ বাংলাদেশের। সর্বোচ্চ দলীয় সংগ্রহ ১৯০, আয়রাল্যান্ডের বিপক্ষে। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে ব্যাট করে তাদের মাটিতে সর্বোচ্চ এবং সব মিলিয়ে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। 

৩৫

টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৫ উইকেটের রেকর্ড গড়েছেন রিশাদ হোসেন। ২০২৪ সালে মোট ২৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন এই লেগ স্পিনার। 

বিজ্ঞাপন

৮০

তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে রানের হিসেবে উইন্ডিজের বিপক্ষে রানের হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানের জয় এটি।

১০

তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মোট দশটি ছয় মেরেছেন বাংলাদেশি ব্যাটাররা মিলে। যা এক ম্যাচে তাদের বিপক্ষে সর্বোচ্চ ছয়ের রেকর্ড।  

সারাবাংলা/জেটি

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর রেকর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর