Monday 10 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল ২০২৫
শেষ মুহূর্তে শাকিব খানের দলে রানা

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪ ১৭:০৭

ঢাকা ক্যাপিটালসে খেলবেন মেহেদী হাসান রানা

আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসরে প্রতিন্দ্বন্দ্বিতা করবে নবাগত দল ঢাকা ক্যাপিটালস। দলটির মালিকানায় আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। টুর্নামেন্ট শুরু হওয়ার এক সপ্তাহ আগে বাঁহাতি পেসার মেহেদী হাসান রানাকে সরাসরি চুক্তিতে দলে টেনেছে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। আজ (সোমবার, ২৩ ডিসেম্বর) রানাকে চুক্তিবদ্ধ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিজ্ঞাপন

বিপিএলের গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন রানা। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার এই বাঁহাতি পেসার চট্টগ্রামের হয়ে ১০ ম্যাচে নেন ৭ উইকেট। তবে অবিক্রিত ছিলেন এবারের বিপিএলের আগে হওয়া প্লেয়ার্স ড্রাফটে। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৫১ ম্যাচে ৬৬ উইকেট নিয়েছেন ২১.৪৫ বোলিং গড়ে।

রানার আগে দেশি-বিদেশি মিলিয়ে বেশ কজন তারকা ক্রিকেটারকে টেনেছে ঢাকা ক্যাপিটালস। পাকিস্তানের শাহনেওয়াজ দাহানি, মুস্তাফিজুর রহমান, থিসারা পেরেরাও খেলবেন এবার ঢাকার হয়ে।

ঢাকা ক্যাপিটালস স্কোয়াড-

দেশি ক্রিকেটার

মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহী, সাব্বির রহমান,মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাৎ হোসেন দীপু, মেহেদী হাসান রানা

বিদেশি ক্রিকেটার

থিসারা পেরেরা, জনসন চার্লস, স্টিফেন এসকিনাজি, শাহনেওয়াজ দাহানি, সাইম আইয়ুব, আমির হামজা

সারাবাংলা/জেটি

ঢাকা ক্যাপিটালস বিপিএল ২০২৫ শাকিব খান

বিজ্ঞাপন

সাবেক এমপি আব্দুল মজিদ গ্রেফতার
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪৫

মেলার ১০ম দিনে নতুন বই এসেছে ৮৪টি
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর