Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ বছরের জন্য এম এ আজিজ স্টেডিয়াম শুধুই বাফুফের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ১৬:৫৮

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম

দেশের বিভিন্ন জায়গায় স্টেডিয়াম থাকলেও যথাযথ সংস্কারের অভাব সেগুলোর বেহাল দশা। সুযোগ-সুবিধার অভাব খেলার অযোগ্য। চার বছর ধরে সংস্কার কাজ চলমান থাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামেও খেলা বন্ধ। মাঠ সংকটে তাই অনুপুযোগী মাঠেই ঘরোয়া লিগসহ যাবতীয় খেলা চালিয়ে নিতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। তবে এই সংকট নিরসনের দুয়ারে আছে বাফুফে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ২৫ বছরের জন্য বাফুফেকে বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিক ঘোষণায় এই লিজের কথা জানিয়েছে পরিষদ।

বিজ্ঞাপন

এতদিন বন্দর নগরীর এই স্টেডিয়ামে ভাগাভাগি করে ক্রিকেট-ফুটবল হতো। তবে আগামী ২৫ বছর কেবল ফুটবলের জন্যই বরাদ্দ এই মাঠ।

এর আগে গত  ২১ ডিসেম্বর এক ব্যাডমিন্টন টুর্নামেন্টের  সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, বাফুফেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ১০ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে। তবে সেদিনই বাফুফে থেকে জানানো হয়, ১০ বছরের জন্য লিজ নিলে সেটা ফুটবলের জন্য ফলপ্রসু হবে না। কারণ আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে গড়ে তুলতে প্রয়োজন বড় বিনিয়ওগ। কাঠামো সংস্কার থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিতকরনও সময়সাপেক্ষ। সেই হিসেবে অন্তত ২০ থেকে ২৫ বছরে জন্য স্টেডিয়াম লিজ চায় বাফুফে। .

লিজ চেয়ে নতুন করে এনএসসি বরাবর আবেদন করে বাফুফে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ বছরের জন্য ১২টি শর্ত পূরণ সাপেক্ষে বাফুফেকে মাঠ বরাদ্দ দিয়েছে এনএসসি। শর্তের মধ্যে উল্লেখযোগ্য, স্টেডিয়ামের কোনো ক্ষয়ক্ষতি হলে সংস্কার ব্যয় বহন করতে বাফুফেকে। এ ছাড়া স্টেডিয়ামের বিদ্যুৎ, পানি, গ্যাস ও টেলিফোনসহ আনুষাঙ্গিক ইউটিলিটি ব্যয়ও করতে হবে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটিকে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গেট মানির ১৫% দিতে হবে এনএসসিকে।

সারাবাংলা/জেটি

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এম এ আজিজ স্টেডিয়াম বাফুফে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর