Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিদায়ী’ সিডনি টেস্টে নেই রোহিত!

স্পোর্টস ডেস্ক
২ জানুয়ারি ২০২৫ ১৮:৩১

ভারত অধিনায়ক রোহিত শর্মা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই ব্যাট হাতে রান খরায় ভুগছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশেষত চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে টানা ব্যর্থতায় গুঞ্জন উঠেছে টেস্ট থেকে তার অবসরেরও। ধারাভাষ্যকার থেকে শুরু করে ভারতের সাবেক ক্রিকেটার; বেশিরভাগই লাল বলে শেষটা দেখে ফেলেছেন রোহিতের।

একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, সিডনিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে যাচ্ছেন এই ডানহাতি ওপেনার। কিন্তু এর মধ্যেই খবর জানা গেছে, সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রোহিত। অস্ট্রেলিয়া সফরে তিন টেস্টের পাঁচ ইনিংসে ব্যাট করে ২৮ রান তুলেছেন ভারত অধিনায়ক, সর্বোচ্চ সংগ্রহ ১০।

বিজ্ঞাপন

হিন্দুস্তান টাইমস,  টাইমস অফ ইন্ডিয়া-সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নির্বাচক অজিত আগারকার ও প্রধান কোচ গৌতম গম্ভীরের সাথে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন রোহিত। ডানহাতি এই ব্যাটারের বদলে ভারতকে নেতৃত্ব দেয়ার কথা পেসার জাসপ্রিত বুমরাহর। সিরিজের প্রথম টেস্টে পারিবারিক কারণে ছিলেন না রোহিত, তার বদলে সেই ম্যাচে অধিনায়কত্ব করেন বুমরাহ।

আগামীকাল শুরু হতে যাওয়া সিডনি টেস্টে রোহিত না খেললে একাদশে ফিরবেন শুবমান গিল। যশস্বী জসওয়ালের সাথে ইনিংস ওপেন করবেন লোকেশ রাহুল। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

সারাবাংলা/জেটি/

জাসপ্রিত বুমরাহ বোর্ডার-গাভাস্কার ট্রফি রোহিত শর্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর