Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন বছরে ব্যস্ততা বাড়ছে ঋতুপর্ণা-মোরসালিনদের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ১৯:০১

বাংলাদেশ জাতীয় নারী ও পুরুষ ফুটবল দল

বিদায় নিয়েছে ২০২৪ সাল, শুরু হলো নতুন বছর। নতুন ক্যালেন্ডারের পাতা উল্টে যাওয়ার সাথে ব্যস্ততা বাড়বে বাংলাদেশ ফুটবলেরও। নারী-পুরুষ দল মিলিয়ে বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ অপেক্ষা করছে ২০২৫ সাল জুড়ে। এক নজরে দেখে নিন এই বছরে ঋতুপর্না চাকমা-শেখ মোরসালিনদের প্রতিপক্ষ কারা?

বাংলাদেশ নারী ফুটবল দলের সূচি

১৭-২৫ ফেব্রুয়ারি ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। ইতোমধ্যে প্রীতি ম্যাচের জন্য সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে আমন্ত্রণ জানিয়েছে বাফুফে। যদিও এখনো চূড়ান্ত হয়নি কিছুই।

আগামী ২৩ জুন থেকে ০৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে নারীদের এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচ। বাছাইপর্বের আগে তিনটি ফিফা উইন্ডোতে চার-পাঁচটি প্রস্তুতিমূলক ম্যাচও খেলার কথা বাংলাদেশ নারী দলের।

বাংলাদেশ পুরুষ ফুটবল দলের সূচি

২০২৫; বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবলের দলের জন্য বেশ ব্যস্ত সময় নিয়েই অপেক্ষা করছে। মার্চে ভারতের মাটিতে তাদের বিপক্ষে খেলবে এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ। ২৫ মার্চ অনুষ্ঠেয় এই ম্যাচে বাংলাদেশের জার্সিটে অভিষেক হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। ২০২৫ সালে বাংলাদেশ সিনিয়র পুরুষ ফুটবল দল এশিয়া কাপ বাছাইয়ে পাঁচটি ম্যাচ খেলবে। তিনটি হোম, বাকি দুটি অ্যাওয়ে ম্যাচ। এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশ খেলবে মোট পাঁচ ম্যাচ। তিনটি ঘরের মাঠে, বাকি দুটি প্রতিপক্ষের মাঠে।

সিনিয়র দলের পাশাপাশি নারী ও পুরুষ জুনিয়র পর্যায়ে সাফ এবং এএফসির একাধিক টুর্নামেন্টও রয়েছে।

সারাবাংলা/জেটি

ঋতুপর্ণা চাকমা বাফুফে বাংলাদেশ ফুটবল দল হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর