Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীপুরা উইকেট দেননি, তাসকিন উইকেট ‘নিয়েছেন’

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ২০:৩১ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ০৯:২০

শাহাদাত হোসেন দীপু ও তাসকিন আহমেদ

৪-০-১৯-৭; কী অবিশ্বাস্য একটা বোলিং স্পেল। আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বিধ্বংসী এই বোলিং ফিগার নিয়ে মাঠ ছেড়েছেন তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর হয়ে গড়েছেন বিপিএলের সেরা বোলিংয়ের রেকর্ড। সব মিলিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি ক্রিকেট দেখল এমন কিছু। দুর্দান্ত এই কীর্তির কৃতিত্ব পুরোটাই তাসকিনকে দিচ্ছেন ঢাকা ক্যাপিটালসের সর্বোচ্চ স্কোরার শাহাদাত হোসেন দীপু।

তাসকিনের এই আগুনে বোলিংয়ের পরও ৭ উইকেটে ১৭৪ রান তোলে ঢাকা। অধিনায়ক এনামুল হক বিজয় আর রায়ান বার্লের ১০৬ রানের জুটিতে সেই লক্ষ্য ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় রাজশাহী। টানা দ্বিতীয় ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে আসেন ফিফটি করা দীপু। সেখানেই প্রশংসা করলেন তাসকিনের বোলিংয়ের।

বিজ্ঞাপন

দীপু বলেন, ‘উনি তো অবশ্যই অনেক ভালো বোলার, আমরা জানি। টি-টোয়েন্টি বলেন, ওয়ানডে কিংবা টেস্ট; যেখানে খেলছে সেখানেই ভালো করছে। আজকেও অনেক ভালো বোলিং করেছে। উনাকে প্রশংসা করতেই হবে। এমন না, আমরা অনেকগুলো উইকেট দিয়ে এসেছি। উনিও উইকেট নিয়েছেন। লিটন দাস বলেন, তানজিদ তামিম বলেন-উনি অনেক ভালো বোলিং করেছেন।’

সারাবাংলা/জেটি

বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে যমুনা ইলেকট্রনিক্স
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৫

আরো

সম্পর্কিত খবর