Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হারের দায় বোলারদের দিলেন বার্ল

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৫ ১৯:১৫ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ২২:০৩

রায়ান বার্ল ও এনামুল হক বিজয়

আগের ম্যাচে তাসকিন আহমেদের রেকর্ড গড়া বোলিংয়ে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে ৭ উইকেটে ম্যাচ জিতেছে দুর্বার রাজশাহী। কিন্তু আজ নিজেদের তৃতীয় ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মুদ্রার অপর পিঠ দেখল দলটা। উসমানের খানের বিধ্বংসী সেঞ্চুরিতে ১০৫ রানের ব্যবধানে হেরেছে ম্যাচ। এই হারের দায় বোলারদের দিলেন রায়ান বার্ল।

উসমান খানের ১২৩ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ২১৯ রানের দলীয় সংগ্রহ পায় চিটাগং। যদিও সেই সেঞ্চুরির পথে দুইবার জীবন পেয়েছেন উসমান। একমাত্র তাসকিন আহমেদ ছাড়া রাজশাহীর প্রায় সব বোলারই পড়েছেন আজ এই পাকিস্তানি ব্যাটারের তাণ্ডবের মুখে। 

বিজ্ঞাপন

পাওয়ারপ্লের চতুর্থ ওভারে হাসান মুরাদের ওপর ঝড় বইয়ে  তিন চার ও এক ছক্কায় শুরু। মোহর শেখ প্রথম ওভার করতে এসেও পড়লেন উসমান ঝড়ের সামনে। তিন চারে গুনলেন ১৪। শফিউল ইসলাম করলেন নিজের খরুচে প্রথম ওভার, চারটি চার ও এক ছক্কায় এই ডানহাতির ওভারে উসমান একাই তুললেন ২২। রায়ান বার্লও বাদ যাননি পাকিস্তানি এই ব্যাটারের চওড়া ব্যাটের তাণ্ডব থেকে।

রানের হিসেবে বিপিএল ইতিহাসের যুগ্মভাবে তৃতীয় সর্বোচ্চ ১০৫ রানের ব্যবধানে ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে এসে বার্ল হারের দায় দিলেন দলের বোলারদের। 

জিম্বাবুইয়ান এই অলরাউন্ডার বলেন, ‘আমাদের বোলাররা একটা ইউনিট হিসেব ভালো করতে পারেনি। এর সাথে বাজে ফিল্ডিং, ক্যাচ মিসের দায় তো আছেই। সব মিলিয়ে আমাদের দলে কোনো মোমেন্টামই ছিল না। মাঝে একটা ওভার ভালো করলেও পরের ওভার হয়েছে খরুচে। পাওয়ারপ্লেতে টানা উইকেট হারিয়েছি, ওখানেও ম্যাচ থেকে ছিটকে গিয়েছি আমরা। 

বিপিএলের ঢাকা পর্বের প্রথম ধাপ শেষে তিন ম্যাচে এক জয় ও দুই হার নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে রাজশাহী। সিলেট পর্বে আগামী ০৬ জানুয়ারি রাজশাহীর প্রথম ম্যাচের প্রতিপক্ষ ফরচুন বরিশাল।  

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

চিটাগং কিংস দুর্বার রাজশাহী বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর