Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রনির শেষের ঝড়ে খুলনার ১৭৩

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৫ ২১:০৭ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ২২:০৩

ঢাকা ক্যাপিটালসের  বিপক্ষে দুই ওপেনার নাঈম শেখ ও উইলিয়াম বোসিস্টো যেভাবে শুরু করেছিলেন, তাতে বড় সংগ্রহের পথেই থাকার কথা ছিল খুলনা টাইগার্সের। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় সেই আশায় মাঝপথে গুড়েবালি। মনে হয়নি দেড়শো পেরোতে পারবে দলটা। তবে শেষ ওভারে আবু হায়দার রনির ব্যাটিং ঝড়ে ৮ উইকেটে ১৭৩ রান তুলেছে ঢাকা।

রনি যখন উইকেটে আসেন তখন স্কোরবোর্ডে ঢাকার সংগ্রহ ১৪৪/৮।  শেষ ওভারে রনি পেলেন শুভম রাঞ্জানেকে। নিজের হিটিং এবিলিটি দেখিয়ে ওভার শুরু করলেন ছয় দিয়ে, এক বল ডট দিয়ে আবার টানা দুই ছয়। রনি সিংগেল নিয়ে স্ট্রাইকিং এন্ডে আসেন নাসুম। আর বাঁহাতি এই স্পিনার শেষটাও করলেন কী দারুণ একটা চার দিয়ে। রনির দুর্দান্ত এই ক্যামিওতে ২০ ওভার শেষে খুলনা তোলে আরও ১৩ রান। রনি অপরাজিত ছিলেন ৮ বলে ২৩ রানে।

বিজ্ঞাপন

টসে হেরে ব্যাট করতে নেমে নাঈমের ১৭ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে  শুরুটা ভালোই হয়েছিল খুলনার। বোসিস্টোও দারুণ সঙ্গ দিচ্ছিলেন তাকে। ওপেনিং জুটিতেই ওঠে ৪৯ রান। কিন্তু এরপরই যেন ভেঙে পড়ে তাদের ব্যাটিং অর্ডার। দুজনই ফেরেন চতুরঙ্গ ডি সিলভার বলে। পরের চার ব্যাটার; আফিফ হোসেন, ইব্রাহিম জাদরান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ নাওয়াজ- সবাই ফিরেছেন সিঙ্গেল ডিজিটে। ৯৩ রানে পড়ে ছয় উইকেট।

তবে সপ্তম উইকেটে ২৯ বলে ৪৩ রানের জুটিতে দলকে ম্যাচে ফেরান মাহিদুল অঙ্কন ও জিয়াউর রহমান। ২২ বলে ৩২ রান করে আবু জায়েদের বলে আউট হন অঙ্কন। ১৫ বলে ২২ রান করে মোস্তাফিজুর রহমানকে তার প্রথম উইকেট দেন জিয়াউর। দুই উইকেট নেন ডি সিলভা, দারুণ ইকোনমিক্যাল বোলিংয়ে চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে এক উইকেট নেন মোস্তাফিজ।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

আবু হায়দায় রনি খুলনা টাইগার্স ঢাকা ক্যাপিটালস বিপিএল বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

আরো

সম্পর্কিত খবর