Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃথা গেল পেরেরার সেঞ্চুরি, ঢাকার টানা তৃতীয় হার

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৫ ২২:৫৮

৬০ বলে ১০৩* রানের ইনিংস খেলেছেন ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা

‘৪-১-৬-৩’, ১০৩* (৬০)- পারফরম্যান্সটা বিপিএলের একই ম্যাচের দুই দলের দুই অধিনায়কের। প্রথম অবিশ্বাস্য বোলিং স্পেলটা খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজের, দ্বিতীয় ব্যাটিং ইনিংসটা ঢাকা ক্যাপিটালস অধিনায়ক থিসারা পেরেরার। কিন্তু দিন শেষে দুর্দান্ত এই সেঞ্চুরির পরও দলকে জেতাতে পারলেন না পেরেরা। থেকে গেল ২০ রানের দুরত্ব। খুলনার দেয়া ১৭৪ রানের লক্ষ্য ছুঁতে নেমে ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৫৩ পর্যন্ত যেতে পারল ঢাকা। টানা তিন হারে পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে ঢাকা। আর দুই জয়ে টুর্নামেন্ট শুরু করা খুলনা টিকে রইল দ্বিতীয় অবস্থানে।

বিজ্ঞাপন

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও মিডল অর্ডারের ব্যর্থতায় মাঝপথে খেই হারায় খুলনা। তবে সপ্তম উইকেটে ৪৩ রানের জুটিতে দলকে ম্যাচে ফেরান মাহিদুল অঙ্কন-জিয়াউর রহমান। চমক বাকি ছিল ইনিংসের শেষাংশে। শেষ ওভারে আবু হায়দার রনির পাওয়ার হিটিংয়ে ৮ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ পায় খুলনা।

লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ৪১ রানেই ৬ উইকেট হারায় খুলনা। মিরাজের স্পিন জাদুর সাথে রনির বোলিং তোপে টিকতে পারেননি ঢাকার শীর্ষ পাঁচ ব্যাটারের কেউই। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে টানা দুই বলে লিটন দাস, স্টিফ্যান এস্কিনাজিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন মিরাজ। দুই ওভারের বিরতিতে তানজিদ হাসান, শাহাদাত দীপুর উইকেট নেন রনি।

এরপর ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লড়াই করেছেন ঢাকা অধিনায়ক থিসারা পেরেরাই। দুই ছক্কা, এক চারে আবু হায়দার রনির তৃতীয় ওভারে তুলেছেন ১৭ রান। তিনটি করে ছক্কা ও চারে ৩৯ বলে ছুঁয়েছেন ফিফটি। রনির করা শেষ ওভারেওএকইভাবে তাণ্ডব বইয়ে পেরেরা তুলেছেন আরও ১৬ রান। পরের পঞ্চাশ ছুঁতে নিয়েছেন মাত্র ২১ বল। ৬০ বলে ছুঁয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৯টি চার ও ৭টি ছক্কায় শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ক্যারিয়ার সেরা ১০৩ রানে। যদিও শেষ পর্যন্ত কাজে আসেনি বাঁহাতি এই লংকানের সেঞ্চুরি। দুইবার জীবন পেয়েছেন ৬৯ ও ৮৫ রানে। দুবারই তার ক্যাচ ফেলেছেন উইলিয়াম বোসিস্টো।

এর আগে ব্যাট করতে নেমে নাঈম শেখ-উইলিয়াম বোসিস্টোর ৪৯ রানের জুটিতে দারুণ শুরু পায় খুলনা। তবে শুরুর সেই ঝলক মিইয়ে গেছে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায়।  আফিফ হোসেন, ইব্রাহিম জাদরান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ নাওয়াজ- সবাই ফিরেছেন সিঙ্গেল ডিজিটে। ৯৩ রানে পড়ে ছয় উইকেট। সেখান থেকে অঙ্কনের পাল্টা জবাব দেয়া এক ইনিংসে ঘুরে দাঁড়ায় খুলনা। ২২ বলে ৩২ রান করেন এই ডানহাতি ব্যাটার। ১৫ বলে ২২ রানের কার্যকরী ইনিংসে তাকে সঙ্গ দিয়েছেন জিয়াউর।

বিজ্ঞাপন

শেষ ওভারে শুভম রাঞ্জানেকে নিজের হিটিং এবিলিটি দেখিয়ে রনি শুরু করলেন ছয় দিয়ে, এক বল ডট দিয়ে আবার টানা দুই ছয়। রনি সিংগেল নিয়ে স্ট্রাইকিং এন্ডে আসেন নাসুম। আর বাঁহাতি এই স্পিনার শেষটাও করলেন কী দারুণ একটা চার দিয়ে। রনির দুর্দান্ত এই ক্যামিওতে ২০ ওভার শেষে খুলনা তোলে আরও ১৩ রান। রনি অপরাজিত ছিলেন ৮ বলে ২১ রানে।

সারাবাংলা/জেটি

খুলনা টাইগার্স ঢাকা ক্যাপিটালস থিসারা পেরেরা বিপিএল ২০২৫ মেহেদী হাসান মিরাজ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর