Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিকেলটনের ডাবল সেঞ্চুরি, ঘুচল ৯ বছরের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক
৪ জানুয়ারি ২০২৫ ১৮:৪৬

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন রায়ান রিকেলটন

দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে সর্বশেষ ডাবল সেঞ্চুরি কে, কবে করেছিলেন মনে করতে পারেন? উত্তর খুঁজতে আপনাকে ফিরতে হবে ৯ বছর আগে। ২০১৬ সালের জানুয়ারির কেপ টাউন টেস্টে  ইংল্যান্ডের বিপক্ষে প্রোটিয়াদের হয়ে সর্বশেষ ডাবল সেঞ্চুরি করেছিলেন হাশিম আমলা। ৯ বছর পর জানুয়ারিতে সেই কেপ টাউনেই রায়ান রিকেলটনের ব্যাটে ঘুচল অপেক্ষা। পাকিস্তানের বিপক্ষে আজ (শনিবার) ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি ছুঁয়েছেন রিকেলটন। 

বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৭৬ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছিলেন রিকেলটন। ক্যারিয়ারে প্রথমবার ওপেনিংয়ে নেমে আজ পাড়ি দিয়ে ফেললেন বাকি পথটাও। ২৬৬ বলে করেছেন দক্ষিণ আফ্রিকার চতুর্থ দ্রুততম ডাবল সেঞ্চুরি। ২৪টি চার ও একটি ছক্কায় এই দ্বি-শতকে পেছনে ফেলেছেন কিংবদন্তি জ্যাক ক্যালিসকে। 

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা দেখেছে ১৯টি ডাবল সেঞ্চুরি, এর মধ্যে ৭টিই হয়েছে কেপ টাউনে। এই ভেন্যুতে। এই মাঠের সপ্তম ডাবল সেঞ্চুরিয়ান রিকেলটন গড়েছেন আরও একটা রেকর্ড। প্রথমবার টেস্টে ইনিংস ওপেন করতে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড এখন এই ডানহাতি ব্যাটারের। এতদিন এই রেকর্ড ছিল শ্রীলংকার ব্রেন্ডন কুরুপ্পুর দখলে। ১৯৮৭ সালে কলম্বোতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১ রানে অপরাজিত ছিলেন সাবেক এই লংকান ব্যাটার। 

রিকেলটনের ডাবল ছোঁয়া এই ইনিংসের আগের দিন সেঞ্চুরি করেছেন অধিনায়ক টেম্বা বাভুমাও। তাদের সাথে কাইল ভেরেইনার সেঞ্চুরিতে বড় সংগ্রহ দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় দিন লাঞ্চ ব্রেকের আগ পর্যন্ত ৬ উইকেটে ৫২৫ রান তুলেছে প্রোটিয়ারা। ২৪৮ রানে অপরাজিত আছেন রিকেলটন। 

সারাবাংলা/জেটি

ডাবল সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট দল রায়ান রিকেলটন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর