ইনজুরিতে সাইম, চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবেন তো?
৪ জানুয়ারি ২০২৫ ১৮:৫০
দুয়ারে কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ঘরের মাঠে দীর্ঘদিন পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। কিন্তু আসন্ন এই মেগা টুর্নামেন্টে দলের অন্যতম সেরা পারফর্মার সাইম আইয়ুবকে পাওয়া নিয়ে শঙ্কার মুখে পড়েছে দলটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি কেপ টাউন টেস্টের প্রথমদিন গোড়ালিতে চোট পেয়ে ৬ সপ্তাহের জন্য ছিটকে গেছেন সাইম।
কেপ টাউনে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সকালের সেশনের সপ্তম ওভারে রায়ান রিকেলুনের ব্যাট থেকে ধেয়ে আসা শট স্লিপ কর্ডন হয়ে ধেয়ে যাচ্ছিল থার্ডম্যানের দিকে। বাউন্ডারি বাঁচাতে আমের জামালের সঙ্গে দৌড়াচ্ছিলেন সাইম। একদম শেষ মুহূর্তে স্লাইড করে বাউন্ডারি বাঁচান সাইম। তখনই চোট পান তিনি।
তৎক্ষণাতই প্রাথমিক চিকিৎসার পর মাঠ ছাড়েন স্ট্রেচারে করে। স্ক্যান করানোর পর জানা যায়, গোড়ালিতে ফাটল ধরেছে তার। গতকাল আনুষ্ঠানিক বিবৃতিতে পিসিবি জানিয়েছে চলতি টেস্ট থেকে ছিটকে গেছেন সাইম। অন্তত ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বাঁহাতি এই ওপেনারকে।
পাকিস্তানের সামনে ঠাঁসা সূচি। সাইমের না থাকা নিশ্চিতভাবেই চিন্তার ভাঁজ ফেলবে টিম ম্যানেজমেন্টের কপালে। চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে উইন্ডিজের বিপক্ষেও আছে দুই টেস্টের সিরিজ। এরপর দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। ততদিনে চোট সারিয়ে উঠবেন হয়তো সাইম। তবে ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাবেন কিনা, সেটাই এখন চিন্তার জায়গা।
সারাবাংলা/জেটি