এখানে অনেক ভালোবাসা পাওয়া যায়— বাংলাদেশ এসে বললেন সাঈদ আজমল
৫ জানুয়ারি ২০২৫ ২১:০৯
নিজে ফর্মে থাকা সময়ে বিশ্বের সব ব্যাটারদের কাঁপিয়ে দিয়েছেন সাঈদ আজমল। পাকিস্তানের হয়ে বাংলাদেশে ক্রিকেট খেলতে এসেছেন বহুবার। তবে এবার এসেছেন ভিন্ন পরিচয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ঢাকা ক্যাপিটালসের মেন্টর হয়ে এসেছেন পাকিস্তানি তারকা স্পিনার। এসে বললেন, এখানে অনেক ভালোবাসা পাওয়া যায়।
বিপিএল শুরু হয়েছে ৩০ ডিসেম্বর। ৩ জানুয়ারী পর্যন্ত ঢাকা পর্বের খেলা চলেছে। ঢাকা ক্যাপিটালস তাতে তিন ম্যাচ খেলেছে। ঢাকা পর্বে আজমলকে দেখা যায়নি। কাল থেকে বিপিএলের সিলেট পর্ব মাঠে গড়াবে। আজমল দলের সঙ্গে যোগ দিয়েছেন সিলেট পর্বে।
আজ রোববার (৫ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার। বলেছেন, ‘আমি আগেও বিপিএল খেলেছি। বাংলাদেশে আমি অনেক ক্রিকেট খেলেছি। দুই বিশ্বকাপ ও এশিয়া কাপ খেলেছি এখানে। যখনই এখানে আসি উপভোগ করি। এখানে অনেক ভালোবাসা পাওয়া যায়। দর্শকদের উন্মদনা দারুণ, বাইরে গেলে ছবি তুলতে চায়, সবসময় এগুলো ইনজয় করে।’
তরুণ স্পিনারদের আজমলের কাছ থেকে নেওয়ার অনেক কিছুই আছে। আজমল সেটা করছেনও। পাকিস্তানি তারকা বলেন, ‘‘ঢাকাতে জয়েন করেছি, তাদের হয়ে আগেও বিপিএল খেলেছি। মেন্টর হিসেবে জয়েন করতে পেরে অনেক ভালো লাগছে।’
‘বাংলাদেশ পাকিস্তানের মতোই। আমি সবসময় এখানে আসতে মুখিয়ে থাকি। সব সময় ভালো ক্রিকেট খেলেছি এখানে। যে ক্রিকেটটা খেলেছি সেটার পজিটিভ মাইন্ড তরুণ ক্রিকেটারদের সাথে শেয়ার করছি, বিশেষ করে স্পিনারদের।’- যোগ করেছেন আজমল।
উপভোগের সঙ্গে দলের দিকেও নজর দিতে হবে আজমলকে। ঢাকা ক্যাপিটালসের সময়টা ভালো যাচ্ছে না। অনেক ঢাকঢোল পিটিয়ে বিপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে আত্মপ্রকাশ করেছিল চিত্রনায়ক শাকিব খানের দলটি। কিন্তু মাঠের ক্রিকেটে সেই জৌলুস নেই। ঢাকা পর্বে মোট তিনটি ম্যাচ খেলেছে ঢাকা ক্যাপিটালস, তাতে হেরেছে তিন ম্যাচেই।
অবশ্য ঢাকার দল নিয়েও আশাহত অনেকে। আজমলকে এসবেও নজর দিতে হবে নিশ্চয়।
সারাবাংলা/এসএইচএস