Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের সিলেট পর্ব: প্রথম ইনিংসেই দুইশ পার

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ১৫:৫১ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ১৬:০৩

একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বে রান উঠেছে দু’হাত ভরে। আগে ঢাকা পর্বের বিপিএলে সেভাবে রানের দেখা মিলত না। এবার ঢাকা পর্বেই যখন বড় রান উঠেছে তখন সিলেট পর্বে বড় রান প্রত্যাশিতই ছিল, হলোও তাই। বিপিএলের সিলেট পর্বের প্রথম ইনিংসেই উঠল দুইশর বেশি রান।

সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। প্রথমে ব্যাটি করতে নেমে ২০৫ রানের বিশাল স্কোর গড়েছে সিলেট। সিলেটের হয়ে ফিফটি পেয়েছেন রনি তালুকদার ও জাকির হাসান। শেষ দিকে ঝড় তুলেছিলেন অ্যারন জোন্স ও জাকের আলি অনিক।

বিজ্ঞাপন

সোমবার (৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে ব্যাটিং বান্ধব পিচে সোহানের এই সিদ্ধান্ত কাজে আসেনি। সিলেটের দুই ওপেনার রনি তালুকদার ও জর্জ মুন্সি শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করেছেন।

১২ বলে ১৮ রান করে ফেরা মুন্সি অবশ্য বেশিদূর এগুতে পারেননি। তবে তিনে নেমে তার ফেরাটা বুঝতেই দেননি জাকির হাসান। রনি তালুকদার ও জাকির হাসান মিলে তুলধুনো করেছেন রংপুরের বোলিং আক্রমণকে। রনি ৩২ বলে ৭টি চার ৩টি ছয়ে ৫৪ রান করে ফিরেছেন। জাকির ৩৮ বলে ৪টি ছয়ে ঠিক ৫০ রান করে ফিরেছেন।

এই দুজনের ভিতের ওপর দাঁড়িয়ে শেষের কয়েক ওভারে রীতিমতো ঝড় তুলেছিলেন অ্যারন জোন্স ও ফর্মে থাকা জাকের আলি অনিক। ১৯ বলে ১টি চার ৪টি ছয়ে ৩৮ রান করেন জোন্স। অপর দিকে জাকের আলি বল খেলার সুযোগ পেয়েছেন মাত্র ৫টি। তাতেই ৩ ছক্কায় ২০ রান করেছেন তিনি।

২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রানে থেমেছে সিলেট। রংপুরের হয়ে ৩১ রানে ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৫ রংপুর রাইডার্স

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর