Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটের দুইশ পেরিয়ে জিতল উড়ন্ত রংপুর

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ১৮:০৬

একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ২০৫ রান তুলেছিল সিলেট স্ট্রাইকার্স। কিন্তু এই রানটাও নিরাপদ হলো না! সিলেটের পিচ ব্যাটিংয়ের পক্ষে কথা বলেছে। অ্যালেক্স হেলস ও সাইফ হাসান সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যাটিংও করলেন দুর্দান্ত। যাতে সিলেটের ২০৫ রানের পাহাড় সংগ্রহ পেরিয়ে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স।

সিলেটের ২০৫ রানের জবাব দিতে নেমে ৬ বল হাতে রেখে ৮  উইকেটের জয় পেয়েছে রংপুর। অ্যালেক্স হেলস দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছেন। ৮০ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছেন সাইফ হাসান।

বিজ্ঞাপন

সোমবার (৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের শুরুটা অবশ্য ভালো হয়নি। ২০৫ রানের জবাব দিতে নেমে তরুণ ওপেনার আজিজুল হাকিম তামিমকে প্রথম ওভারেই হারায় রংপুর। ৫ বলে শূন্য রানে ফিরেছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক।

কিন্তু এই ধাক্কাটা বুঝতেই দেননি অ্যালেক্স হেলস ও সাইফ হাসান। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শুরু থেকেই দাপুটে ব্যাটিং করেছেন। আর সাইফ রীতিমতো ঝলক দেখিয়েছেন। কয়েক বছর আগেও ‘টেস্ট ক্রিকেটার’ হিসেবে পরিচিত সাইফকে এবারের বিপিএলে দেখা যাচ্ছে ভিন্নরূপে। টি-টোয়েন্টিতেও যে তার ভালো সম্ভবনা আছে সেটা প্রমাণ করার পণই হয়তো করেছেন এবার!

রংপুরের হয়ে এবার শুরু থেকেই মারকাটারি ব্যাটিং করছেন তরুণ ব্যাটার। আজ দ্বিতীয় উইকেটে সাইফ ও অ্যালেক্স হেলসের জুটিটি ছিল ১০১ বলে ১৮৬ রানের! এক জুটিতেই ম্যাচ শেষ। সিলেটের বোলারদের সেভাবে পাত্তাই দেননি দুজন। অ্যালেক্স হেলস ৫৬ বল খেলে ১০টি চার ৭টি ছয়ে শেষ পর্যন্ত ১১৩ রানে অপরাজিত ছিলেন। সাইফ হাসান আউট হয়েছেন ৪৯ বল খেলে ৮০ রান করে। তার ইনিংসে চারের মার ৩টি, আর ছক্কা ৭টি।

বিজ্ঞাপন

১৯ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে রংপুর।  এবারের বিপিএলে এখন পর্যন্ত রংপুর রাইডার্স রীতিমতো উড়ছে। ৪ ম্যাচ খেলে আজ চতুর্থ জয় পেল দলটি।

এর আগে সিলেটের ব্যাটাররাও দাপট দেখিয়েছেন। সিলেটের দুই ওপেনার রনি তালুকদার ও জর্জ মুন্সি শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করেছেন।

১২ বলে ১৮ রান করে ফেরা মুন্সি অবশ্য বেশিদূর এগুতে পারেননি। তবে তিনে নেমে তার ফেরাটা বুঝতেই দেননি জাকির হাসান। রনি তালুকদার ও জাকির হাসান মিলে তুলধুনো করেছেন রংপুরের বোলিং আক্রমণকে। রনি ৩২ বলে ৭টি চার ৩টি ছয়ে ৫৪ রান করে ফিরেছেন। জাকির ৩৮ বলে ৪টি ছয়ে ঠিক ৫০ রান করে ফিরেছেন।

এই দুজনের ভিতের ওপর দাঁড়িয়ে শেষের কয়েক ওভারে রীতিমতো ঝড় তুলেছিলেন অ্যারন জোন্স ও ফর্মে থাকা জাকের আলি অনিক। ১৯ বলে ১টি চার ৪টি ছয়ে ৩৮ রান করেন জোন্স। অপর দিকে জাকের আলি বল খেলার সুযোগ পেয়েছেন মাত্র ৫টি। তাতেই ৩ ছক্কায় ২০ রান করেছেন তিনি।

২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রানে থেমেছে সিলেট। রংপুরের হয়ে ৩১ রানে ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর