Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ ওভারের রোমাঞ্চে সিরিজ বাঁচাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

চার উইকেটের জয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ

শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ রানের। প্রথম বলে চার মেরে সমীকরণ সহজ করে দেন আফিয়া আসিমা। পরের দুই বলে দুই রান বের করে ম্যাচ নিয়ে আসেন হাতের মুঠোয়। ওভারের চতুর্থ বলে আরও একটা চার মেরে দলের জয় নিশ্চিত করেন সেই আফিয়া। কলম্বোতে ১১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই বল হাতে রেখে পাওয়া চার উইকেটে জিতল বাংলাদেশ। চলতি সিরিজে এটি বাংলাদেশের প্রথম জয়।

বিজ্ঞাপন

চার ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি জিতে ২-০ তে এগিয়ে ছিল শ্রীলংকা। আজ সিরিজে নিজেদের প্রথম জয়ে ব্যবধান ২-১ এ কমিয়ে আনল বাংলাদেশের মেয়েরা। একই ভেন্যুতে আগামীকাল (বৃহস্পতিবার) সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজ শেষ করে শনিবার মালয়েশিয়ার উদ্দেশ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলংকা ছাড়বেন বাংলাদেশী তরুণীরা।

রান তাড়ায় নেমে ইনিংসের প্রথম দুই বলে আউট হন মোছাম্মৎ ইভা ও সুমাইয়া আক্তার। তবে ফাহমিদা ছোঁয়ার ৩৮ ও সাদিয়া ইসলামের ২৪ রানের ইনিংসে ভর করে ম্যাচে ফেরে বাংলাদেশ। এই দুজন ফিরলেও আফিয়া আসিমার ২৬ রানে নিশ্চিত হয় দলের জয়।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১০৯ রান তোলে শ্রীলংকা। ৪১ রানেই হারায় প্রথম চার ব্যাটারকে। শেষদিকে হিরুনি হান্সিকার ২৪ রানের সাথে শাসিনি গিমহানির ১৪ রানের ইনিংসে দলীয় শতরান পেরোয় শ্রীলংকা। সর্বোচ্চ দুই উইকেট নেন আনিসা আক্তার।

সারাবাংলা/জেটি

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর