অবসরের ঘোষণায় আবেগাপ্লুত গাপটিল
৮ জানুয়ারি ২০২৫ ১৯:৩৯ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৯:৪৪
১৩ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে অবসরের ঘোষণা দিয়েছেন মার্টিন গাপটিল। আজ (বুধবার) আনুষ্ঠানিক ঘোষণায় নিউজিল্যান্ডের এই ব্যাটার জানান, আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন তিনি।
ক্রাইস্টাচার্চে ২০২২ সালে বাংলাদশের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গাপটিল। টি-টোয়েন্টি ফরম্যাটের সেই ম্যাচের পর কিউইদের জার্সিতে আর দেখা যায়নি তাকে। ব্রাত্য হয়ে পড়েন জাতীয় দলে। তবে অবসর নিয়েছেন নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি রানের মালিক হয়ে। ওয়ানডেতে তিনি কিউইদের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
২০০৯ সালে অভিষেকের পর ১৩ বছরের ক্যারিয়ারে ৪৭টি টেস্ট, ১৯৮টি ওয়ানডে ও ১২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গাপটিল। ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিয়ানও তিনি। একইসাথে ওয়ানডেতে দেশের হয়ে সর্বোচ্চ ২৩৭ রানের ইনিংসটাও তারই দখলে।
নিজের অবসরের ঘোষণা দিয়ে আবেগতাড়িত হয়ে গাপটিল বলেন, ‘সেই ছোট থেকেই আমার স্বপ্ন ছিল নিউজিল্যান্ডের হয়ে খেলা। দেশের হয়ে ৩৬৭টা ম্যাচ খেলতে পেরে নিজ্যাকে ভাগ্যবান মনে করছি। এই জার্সি গায়ে গড়া প্রতিটা স্মৃতি আমার আজীবন মনে থাকবে।’
বিদায়ী বক্তব্যে গাপটিল আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন তার কৈশোরের কোচ মার্ক ও’ডনেলকে। ত্যাগ স্বীকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিজের পরিবারের সদস্যদেরও।
সারাবাংলা/জেটি