সিলেটে সাব্বিরের ব্যাটে ঝড়
৯ জানুয়ারি ২০২৫ ২০:৩৭ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ২০:৫৯
একাদশ বিপিএলে জয়ের খোঁজে থাকা ঢাকা ক্যাপিটালসের শুরুটা আজও ভালো হয়নি। তবে অন্যদের ব্যর্থতার দিনে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম কার্যকারী ব্যাটিং করেছেন ওপেনিংয়ে। আর মাঝের ওভারগুলোতে এবং শেষে সাব্বির রহমান রুম্মন রীতিমতো ঝড় তুলেছেন। সাব্বির ঝড়ে চিটাগং কিংসের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোরই গড়েছে ঢাকা ক্যাপিটালস।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে আগে ব্যাটিং করতে নামা ঢাকা। সাব্বির ৩টি চার ৯টি ছয়ের মারে মাত্র ৩৩ বলে ৮২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।
অনেকদিন যাবত আলোচনার বাইরে থাকা সাব্বিরকে এবার বিপিএলের প্লেয়ার ড্রাফট থেকে ঢাকা ক্যাপিটালস কিনে বেশ আলোচনারই জন্ম দিয়েছিল। কিন্তু শুরুতে ঢাকার কয়েকটা ম্যাচ খেলতে পারেননি সাব্বির। তার বিরুদ্ধে উঠেছিল শৃঙ্খলাভঙ্গের অভিযোগ।
সেই শাস্তি শেষে গত ম্যাচে একাদশে সুযোগ পেয়ে ৭ বলে করেছিলেন মাত্র ২ রান। আজ কিছু একটা করে দেখাতেই হতো সাব্বিরকে। হার্ডহিটার তারকা ব্যাটার সেটা করলেনও। যখন ক্রিজে নেমেছিলেন ঢাকা তখন সংগ্রাম করছিল ব্যাটিংয়ে। প্রথম দশ ওভারে কেবল ৬৩ রান তুলেছিল ঢাকা।
সিলেটের ব্যাটিং সহায়ক ক্রিজে এই রান মোটেও ভালো নয়। সাব্বির ক্রিজে নামার পরই দৃশ্যাপট পরিবর্তন হয়ে যায়। প্রথম ৯ বলে মাত্র ৪ রান করা সাব্বির পঞ্চম বলটাতে ছক্কা মেরে দেন। তারপর আর থামেননি। ইনিংসের শেষ অবদি রীতিমতো অসহায় বানিয়েছেন চিটাগং কিংসের বোলিং আক্রমণকে।
শেষ পর্যন্ত ৩৩ বলে ৮২ রান করে অপরাজিত ছিলেন। সাব্বির আজ ছক্কা মেরেছেন ৯টি! আর চার ৩টি। তানজিদ হাসান তামিম ৪৮ বলে ৪টি চার ২টি ছক্কায় ৫৪ রান করেছেন। লিটন কুমার দাসকে একাদশের বাইরে রেখে আজ মাঠে নেমেছিল ঢাকা। তবে তার বদলে ওপেনিং করতে নামা জেসন রয় আজও রান পাননি। ৪ বলে ১ রান করে আউট হয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ওপেনার।
সারাবাংলা/এসএইচএস