শীর্ষে থেকে বছর শেষ করলো জার্মানি
২১ ডিসেম্বর ২০১৭ ১৮:২৮
সারাবাংলা ডেস্ক
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সবশেষ প্রকাশিত র্যাংকিংয়ে এক নম্বরেই বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। সর্বোচ্চ ১৬০২ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে জার্মানরা। জোয়াকিম লোর শিষ্যরা শীর্ষে থেকেই বছর শেষ করলো।
দুই নম্বরে থেকে নতুন বছরে পা রাখতে চলেছে নেইমার-জেসুসদের ব্রাজিল। সেলেকাওদের সংগ্রহ ১৪৮৩। ১৩৫৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রোনালদো পর্তুগাল। আর ১৩৪৮ পয়েন্ট নিয়ে মেসির আর্জেন্টিনা চার নম্বরে থেকে নতুন বছরে যাবে।
এদিকে, বড় কোনো পরিবর্তন না থাকায় ৫ থেকে ১০-এ যথাক্রমে বেলজিয়াম, স্পেন, পোল্যান্ড, সুইজারল্যান্ড, ফ্রান্স এবং বিশ্বকাপে পৌঁছাতে না পারা চিলি।
এদিকে, আরও ৫ ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। লাল-সবুজের জার্সিধারীরা ক্রমেই পিছিয়ে যাচ্ছে। মাত্র ৩৭ পয়েন্ট নিয়ে ১৯৭তম স্থানে বাংলাদেশ।
সারাবাংলা/এমআরপি/২১ ডিসেম্বর ২০১৭