ক্রিকেট প্রশাসনে আসা নিয়ে কী ভাবছেন তামিম?
১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৩৯
আন্তর্জাতিক ক্রিকেটের পাট চুকিয়ে ফেলেছেন তামিম ইকবাল। আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়ে দিয়েছেন বাংলাদেশের জার্সি আর গায়ে জড়াচ্ছেন না সাবেক এই অধিনায়ক। স্বাভাবিকভাবেই আলোচনা হচ্ছে তামিমের অবসর পরবর্তী জীবন নিয়ে। ক্রিকেট প্রশাসনে তার যোগ দেয়ার একটা গুঞ্জনও বেশ চাউর হয়েছে ইতোমধ্যে। যদিও এখনই বিষয়টি নিয়ে বলার মতো কিছু নেই বলে জানিয়েছেন তামিম।
আজ (বৃহস্পতিবার) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়েছে তামিমের ফরচুন বরিশাল। ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিমের ৬১ রানের ম্যাচ সেরা ইনিংসে সহজ জয় পায় বরিশাল।
চার জয়ে দলকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তুলে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক তামিম। সেখানেই তার দিকে প্রশ্ন যায় ক্রিকেট প্রশাসনে যুক্ত হওয়ার ব্যাপারে। তামিম বলেন, ‘এই মুহুর্তে নাই বলার মতো অবস্থায়।’
আপাতত ক্রিকেট প্রশাসনে যুক্ত না হলেও ফ্র্যাঞ্চাইজি এবং ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তামিম। জানিয়েছেন বিপিএলের আগামী আসরগুলোতে খেলার ইচ্ছার কথাও, ‘আমি চেষ্টা করব যতদিন পারি খেলতে। এখন তো রিটায়ার্ড, লিজেন্ডস লিগের জন্যও কোয়ালিফাই করব। ওসব খেলব, যদি প্রিমিয়ার লিগটা হয় সময় মতো, ওটা খেলব। আর যদি ফিট থাকি তাহলে বিপিএল খেলতে থাকব, যতটা পারি।’
সারাবাংলা/জেটি