Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরচুন বরিশালে তামিমই সব!

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৫ ২২:৪১ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ০২:২২

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। গত বছর দাপুটে শিরোপা জিতেছিল তারকাখচিত দলটি। তাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তামিম ইকবাল। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন তামিম। এবারও সুবিধাজনক অবস্থানে বরিশাল। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৪টিতে জিতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে দলটি। এবারও নেতৃত্বগুণে প্রসংশিত হচ্ছেন তামিম। ব্যাট হাতে নিয়মিত রানও পাচ্ছেন।

বরিশালে মাঠের ক্রিকেটের বাইরেও তামিমই যেন সর্বেসর্বা। দল গোছানো, বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানো থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টও তামিমই করেন। ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানকে মাঝেমধ্যেই বলতে শোনা যায়, আমার দলে তামিমই সব করে দেয়।

বিজ্ঞাপন

ফরচুন বরিশালে তামিম যেমন মাঠের অধিনায়ক, মাঠের বাইরেও তাই। ডেভিড মালানও বললেন তেমন কথা। ইংলিশ ওপেনার বরিশালের হয়ে এবারের বিপিএল খেলছেন। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মায়ার্সকে জায়গা করে দিতে বরিশালের শুরুর কয়েকটা ম্যাচে একাদশে জায়গা হয়নি মালানের। মায়ার্স চলে যাওয়ার পর মালান ফিরেছেন বরিশালের একাদশে। আগামীকাল চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে বরিশাল।

আজ অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন বরিশালের ক্রিকেটাররা। অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বরিশালের ইংলিশ ওপেনার ডেভিড মালান। তামিমের নেতৃত্ব বিষয়ে বলেছেন, ‘তামিম দারুণভাবে দল পরিচালনা করছে। কে খেলছে, কে খেলছে না, কেন খেলছে না এসব বিষয়ে স্পষ্ট ধারণা দিয়ে রাখে। দল খুশি, স্পিরিটও ভালো। এটা এমন একটা দল যা ভালো খেলোয়াড়ে ভরপুর। চট্টগ্রাম তামিমের চেনা, ব্যাপারটা আশা করি আমাদের সহায়তা করবে।’

‘আমাদের স্কোয়াড সত্যিই অনেক বড়। মনে হচ্ছে দলে ৫০ জন ক্রিকেটার। এত খেলোয়াড় থাকলে তাদের সুযোগ দেওয়া একটু কঠিন। সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া একটু কঠিন হচ্ছে। লোকালরা ব্যালেন্স ঠিক রাখছে, ব্যাপারটা খুব ভালো। (কাইল) মেয়ার্স বল করতে পারে, এজন্য সে প্রাধান্য পেয়েছে।’- যোগ করেছেন মালান।

তবে শুরুর দিকের কয়েকটা ম্যাচে একাদশে জায়গা না পাওয়াটা যে ভালো লাগেনি সেটা সরাসরিই বলেছেন মালান। বলেছেন, ‘এখন একসাথে চারটা টুর্নামেন্ট চলছে। আপনি কখনই বেঞ্চে বসে থাকতে চাইবেন না। ব্যাপারটা হতাশাজনক। সেই দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা হতাশার। আমাদের সামনে অন্য লিগে খেলারও সুযোগ ছিল। এটাই বাংলাদেশে চ্যালেঞ্জ। এখানে আপনাকে ভালো খেলে একাদশে জায়গা করে নিতে হবে।’

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর