তাসকিনের ‘দুঃখ’ যেন শেষ হয় না!
২১ জানুয়ারি ২০২৫ ১৫:০১
২০১৯ সালের বিশ্বকাপের দল ঘোষণার পরের দৃশ্য- মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন তাসকিন আহমেদ। গণমাধ্যমের ক্যামেরায় সেই দৃশ্যটা চলে যায় সারাদেশে। বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে সেদিন কেঁদেছিলেন তাসকিন। সেই তাসকিন অবশ্য এখন অনেক বদলে গেছেন।
কঠোর পরিশ্রম, জীবনযাত্রায় পরিবর্তন এনে জাতীয় দলে ফিরেছেন। সম্প্রতি সময়ে তাসকিনই বাংলাদেশের সেরা বোলার। বিশ্বের যেকোনো মাঠেই উইকেট নিচ্ছেন মুরি-মুরকির মতো। কিন্তু কিছু ‘দুঃখ’ যেন তাসকিনের পিছু ছাড়ছে না!
তার মানের একজন বোলারের বিশ্ব দাপিয়ে বেড়ানোর কথা ছিল। কিন্তু তাসকিন এখন পর্যন্ত বলার মতো বিদেশি লিগগুলোর মধ্যে কেবল লংকান প্রিমিয়ার লিগ খেলেছেন!
সুযোগ যে পাননি তেমনটা নয়। কিন্তু নানান কারণে খেলা হয়নি। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ আইপিএল থেকে ডাক এসেছিল তিন তিনবার। কিন্তু একবারও খেলা হয়নি তাসকিনের। বিসিবি অনুমতি দিতে চাননি খেলার।
বিসিবির বর্তমান বোর্ড অবশ্য বারবারই বলে আসছে বিদেশি লিগগুলো খেলার ব্যাপারে ক্রিকেটারদের ছাড় দিতে রাজি তারা। সে হিসেবে এখন বোর্ডের অনাপত্তিপত্র পাওয়াটা আগের মতো কঠিন হওয়ার কথা নয়। তাসকিন এই মুহূর্তে আগের চেয়ে ভালো ফর্মে আছেনও। তবু কেন জানি এখন ডাকই আসছে না!
শোনা যাচ্ছিল, আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি তাসকিনের দিকে নজর রাখছে। কিন্তু আইপিএলের ড্রাফটে দল পাননি তাসকিন। পরে শোনা গেল, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাধিক দল তাসকিনকে পেতে চাইছে। চলতি বিপিএল খেলতে আসা একাধিক পাকিস্তানি ক্রিকেটার এবং কোচ সেটা বলেছেনও। কিন্তু পিএসএলের ড্রাফটেও দল পেলেন না তাসকিন!
নিশ্চয় মন খারাপ হওয়ার কথা! তাসকিন অবশ্য মুখে বললেন, মন খারাপ করেননি তিনি। একদিন নিশ্চয় সুযোগ আসবে, সেই অপেক্ষায় আছেন।
দুর্বার রাজশাহীর হয়ে এবার বিপিএল খেলছেন তাসকিন। টুর্নামেন্টের মাঝখানে গতকাল হঠাৎ করেই দলটার নেতৃত্ব পেয়েছেন। নতুন অধিনায়ককে নিয়ে কাল চিটাগং কিংসের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে রাজশাহী। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এলে উঠল পিএসএলে দল না পাওয়ার প্রসঙ্গ।
তাসকিনের জবাব, ‘নাহ… (দল না পাওয়া) হতাশাজনক নয়। হতাশার কী আছে! সবচেয়ে বড় বিষয় হলো, আমি যদি নিজের দেশকে ভালোমতো সেবা দিতে পারি। যেখানেই খেলি, যদি ভালো করতে পারি, সুযোগ অনেক আসবে।’
‘এর আগে তো তিনবার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি। হতাশাজনক হলে তো এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আমি একদমই হতাশ নই। আমার তকদিরে যেটা আছে… সামনে অনেক সুযোগ আসবে ইনশাল্লাহ।’- যোগ করেছেন তাসকিন।
পিএসএলের ড্রাফট থেকে দল না পেলেও তাসকিনের সম্ভবনা কিন্তু শেষ হয়ে যায়নি। ড্রাফটের পর সরাসরি চুক্তিতে যেকোনো ক্রিকেটারকে দলে ভেড়াতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সম্ভবনার কথা বললেন তাসকিন নিজেও, ‘আসলে যেহেতু ড্রাফটে (নিলামে) দল পাইনি, কারও বদলি হিসেবে প্রয়োজন পড়লে নিতেও পারে। পিএসএলের ক্ষেত্রেও একই বিষয়৷ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারও কথা হয়নি। আসলে এজেন্টরা এসব যোগাযোগ করে। আমার সাথে যোগাযোগ হয়নি।’
সারাবাংলা/এসএইচএস