Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও মাঠে মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ১৮:৪০ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয়বারের মতো অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। সাকিব আল হাসান টি-টোয়েন্টি, টেস্ট ক্রিকেট ছেড়েছেন। তবে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠা এবং সম্প্রতি অন্যান্য ইস্যু নিয়ে মনে হচ্ছে না ওয়ানডেটাও খেলতে পারবেন সাকিব। সে হিসেবে বলা যায় দু’জনই এখন বাংলাদেশ ক্রিকেটে সাবেক। জাতীয় দলের জার্সিতে দুজনের একসঙ্গে মাঠে নামার সম্ভবনা নেই।

সাকিব চলতি একাদশ বিপিএল খেললে হয়তো মাঠে প্রতিপক্ষ হতে দেখা যেতো দেশের ক্রিকেটের দুই শীর্ষ তারকাকে। কিন্তু তামিম ইকবাল বিপিএল খেললেও বিভিন্ন কারণে খেলা হচ্ছে না সাকিবের।

বিজ্ঞাপন

তবে দেশে না হলেও বিদেশে প্রতিপক্ষ হিসেবে দেখা হচ্ছে সাকিব-তামিমের! অবসরপ্রাপ্ত তারকা ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট লিজেন্ডস লিগে খেলবেন দুজন। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্টটা শুরু হবে ভারতের রায়পুরে।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে আগেই নাম লিখিয়েছেন সাকিব। সাকিবকে দলে ভিড়িয়েছে দুবাই জায়ান্টস। অবসরের পর তামিমকে দলে ভেড়ালো বিগ বয়েজ। বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেই।

লিজেন্টস লিগের ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক ভিডিওতে তামিমকে বলতে শোনা যাচ্ছে, ‘রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি, লিজেন্ড নাইন্টিতে আমি বিগ বয়েজদের হয়ে খেলতে যাচ্ছি। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে, দেখা হবে।’

তামিমের দল বিগ বয়েজে অন্যান্য ক্রিকেটারদের মধ্যে আরও আছে- ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান, হার্শেল গিবস, আব্দুর রাজ্জাক, উপুল থারাঙ্গা, ম্যাট প্রায়র, বরুণ অ্যারনরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল সাকিব আল হাসান

বিজ্ঞাপন

ছবির গল্প শিল্পকলায় পিঠা খাওয়ার ধুম
৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:১৫

আরো

সম্পর্কিত খবর