সেই হাথুরুসিংহকে দুষলেন আফিফ
২১ জানুয়ারি ২০২৫ ২৩:১৬ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ০১:৪৬
চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নেওয়ার পর অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ছিল ওপেন সিক্রেট। হাথুরুর গুডবুকে ছিল না আফিফের নাম। বিষয়টা আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছিল বলেছেন আফিফ।
খুলনা টাইগার্সের হয়ে এবারের বিপিএল খেলছেন আফিফ। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দলের সঙ্গে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আফিফ বলেন, ‘গত সাত-আট মাস আমার একটু সমস্যা হচ্ছিল… আত্মবিশ্বাস নিয়ে। বিশেষ করে, আমাদের সবশেষ কোচ (হাথুরুসিংহে) যখন ছিলেন, তার সঙ্গে কাজ করছিলাম, তখন সত্যি বলতে আমার আত্মবিশ্বাস নিয়ে সমস্যা হচ্ছিল।’
‘আপাতত আমার মনে হয় না কোনো সমস্যার মুখোমুখি হচ্ছি। খুব ভালো ছন্দে আছি। যেগুলো নিয়ে কাজ করছি, ওগুলো আশা করি সামনে আমাকে ভালো পারফরম্যান্স এনে দেবে।’- যোগ করেছেন তরুণ অলরাউন্ডার।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে টানা সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড আফিফের। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেছেন ৩৪টি, আর টি-টোয়েন্টি ৭০টি। অর্থাৎ যথেষ্ট সুযোগ তিনি পেয়েছেন। কিন্তু তবুও দলে নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ আফিফ।
হাথুরুসিংহে বিদায় নেওয়ার পর গত ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলে ডাক পেয়েছিলেন আফিফ। খুব একটা ভালো করেছিলেন তেমনটা বলা যাবে না। তিন ওয়ানডেতে তার তিনটি ইনিংস ছিল- ২৮, ২৪ ও ১৫। টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ খেলার সুযোগ পেয়ে রান করেছেন ৮টি।
চলতি বিপিএলেও খুব বেশি ছন্দে নেই আফিফ। খুলনা টাইগার্সের একাদশ থেকে বাদও পরেছিলেন। সর্বশেষ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে ৫৬ রানের একটা ইনিংস খেলেছেন। বিপিএলে এবার আফিফের বলার মতো ইনিংস একটাই।
আফিফের প্রত্যাশা যেহেতু আত্মবিশ্বাস এখন ফিরে পেয়েছেন সেক্ষেত্রে স্কোরগুলো বড় করতে পারবেন তিনি। আফিফ বলেন, ‘গত কয়েকটি ম্যাচে আমি শুরুটা পাচ্ছিলাম। তবে ২০-৩০ করে করছিলাম। এর চেয়ে বড় করতে পারছিলাম না। সবশেষ ম্যাচে দলের যেটা দরকার ছিল, তিন উইকেট পড়ার পর দলীয় পরিকল্পনা অনুযায়ী যেটা দরকার ছিল, ওভাবে খেলার চেষ্টা করেছি এবং শেষ দল একটা বড় স্কোর পেয়েছে। আমিও এখন আত্মবিশ্বাস অনুভব করছি।’
সারাবাংলা/এসএইচএস