বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার ভারতের আর্শদীপ
২৫ জানুয়ারি ২০২৫ ২২:২১
আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছেন খুব বেশিদিন নয়। ২০২২ সালের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক আর্শদীপ সিংয়ের। তিন বছরের ব্যবধানে খেলেছেন ৬১টি ম্যাচ। এই অল্প সময়েই আলো কেড়েছেন ভারতের এই বাঁহাতি পেসার। তবে সবচেয়ে বেশি নজরে এসেছেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। মূলত গত বছরই নিজেকে বিশ্বমানের বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। জায়গা পেয়েছেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে। সেই ধারাবাহিকতায় নির্বাচিত হয়েছেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবেও।
নতুন বলে পাওয়ারপ্লেতে দুর্দান্ত ছিলেন আর্শদীপ। ডেথ ওভারেও ভিন্ন ভিন্ন উইকেটে দেখিয়েছেন নিজের বোলিং কারিশমা। গত বছর ভারতের হয়ে ১৮ ম্যাচে ৩৬ উইকেট নিয়ে হয়েছেন দেশের সর্বোচ্চ উইকেট শিকারী। এক পঞ্জিকাবর্ষে আর্শদীপের চেয়ে বেশি উইকেট পেয়েছেন কেবল চারজন। সৌদি আরবের উসমান নাজিব ও শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা নিয়েছেন ৩৮টি করে উইকেট। সংযুক্ত আরব আমিরাতের জুনাইদ সিদ্দিকি ৪০ ও হংকংয়ের এহসান খান নেন ৪৬টি উইকেট। যদিও তারা আর্শদীপের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন বছরজুড়ে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপটা আর্শদীপ শুরু করেছিলেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে চার ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে। তবে সেরাটা জমিয়ে রাখেন ফাইনালের জন্য। দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের লক্ষ্য দিয়ে জেতা সেই ম্যাচে ২০ রান দিয়ে নেন দুই উইকেট।
আর্শদীপের সাথে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের তালিকায় মনোনীত হয়েছিলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, পাকিস্তানের বাবর আজম ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তাদের ছাপিয়ে পুরস্কার উঠল আর্শদীপের হাতেই।
সারাবাংলা/জেটি