Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোয়াইটওয়াশ হলো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩০ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৩

ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশের নারী জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা ২-১ ব্যবধানে হেরেছিল নিগার সুলতানা জ্যোতির দল। তারপর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশই হতে হলো। আজ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হেরেছেন বাংলাদেশের মেয়েরা।

আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৪ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। পরে ৯ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

টস জিতে প্রথমে করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওপেনিংয়ে দুই ওপেনার দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন তোলেন ২৪ রান। এটাই ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ জুটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৪৩ বলে ২টি চারের সাহায্যে এই রান করেন জ্যোতি। দিলারা আক্তার করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান। এছাড়া দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন কেবল মুর্শিদা খাতুন (১৩) ও তাজ নেহার (১০)। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ১৫ রানে ৩ উইকেট নেন জেনিলিয়া গ্লাসগো।

ছোট পুঁজি নিয়ে বোলিংয়ে নেমে শুরুতে বাংলাদেশ অবশ্য লড়াই করেছে। সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন দুটি করে উইকেট নিয়ে কিছুটা চাপে রেখেছিলেন স্বাগতিকদের। ৬১ রানে ওয়েস্ট ইন্ডিজের পাঁচ উইকেট তুলে নেয় বাংলাদেশ।

তবে তারপর আর সেই ধারা অব্যাহত রাখতে পারেনি বাংলাদেশি বোলাররা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২৫ বলে ২টি চারে ২৭ রান করেছেন শাবিকা মাংরু। ২৮ বলে ২৫ রান করেছেন জেনিলিয়া।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর