Tuesday 04 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ঘণ্টায় শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট!

স্পোর্টস ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৭

ভারত-পাকিস্তান ম্যাচের পরিচিত দৃশ্য

বিশ্বকাপ, এশিয়া কাপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফির মতো বহুজাতিক টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের পরম আরাধ্য লড়াই দেখার সুযোগ হয় না দর্শক-সমর্থকদের। তাই তো ক্রিকেটের বড় কোনো আসর এলেই রাজনৈতিক কারণে বৈরি দুই দেশের ম্যাচ দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন সবাই। এবারও এর ব্যতিক্রম হলো না। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট ছাড়ার এক ঘণ্টার মাথাতেই শেষ হয়ে গেছে সব।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুবাইয়ে ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভারত-পাকিস্তান ম্যাচসহ সব টিকেট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে বাংলাদেশ–ভারতসহ চার ম্যাচের সব টিকিটও। গতকাল (সোমবার) দুবাইয়ের স্থানীয় সময় বিকেল চারটায় একইসাথে অনলাইন ও বুথে শুরু হয় টিকেট বিক্রি। এক ঘণ্টারও কম সময়ে বুথ থেকে জানানো হয়, সবার চাহিদার শীর্ষে থাকা ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট।

বিজ্ঞাপন

অবশ্য অনলাইনেও কাড়াকাড়ি চলেছে টিকেট নিয়ে। এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করেও কোনো টিকেট পাচ্ছেন না দর্শক-সমর্থকেরা। আইসিসির ওয়েসবসাইট থেকেও জানা গেছে ভারত-পাকিস্তান, ভারত-বাংলাদেশ ও ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টিকেট শেষ। এর সাথে দুবাইয়ে অনুষ্ঠেয় সেমিফাইনালের টিকেটও আছে দর্শকদের চাহিদার তুঙ্গে।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এবারের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক মূলত পাকিস্তান। কিন্তু পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যেতে রাজি না হওয়াতে হাইব্রিড মডেলে আট বছর পর মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট।

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ভারত-পাকিস্তান ম্যাচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর