আবারও প্রশ্নবিদ্ধ সানির বোলিং অ্যাকশন
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৭
আলিস আল ইসলামের পর এবার চিটাগং কিংসের বাঁহাতি স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা। অবশ্য এবারই প্রথম নয়, এর আগে ২০১৬ সালে ত্রুটিপূর্ণ অ্যাকশনের দায়ে বোলিং থেকে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। সেবার তার সাথে বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছিল তাসকিন আহমেদেরও। পরে অ্যাকশন শুধরে ক্রিকেটে ফিরেছেন দুজনই।
দ্বিতীয় দফায় আরাফাত সানির বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছেন বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান। তিনি জানান, গত ১লা ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে চিটাগংয়ের লিগ পর্বের শেষ ম্যাচে সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন দুই অনফিল্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও রাভিন্দ্রা উইমালসিরিই। তাদের দেয়া রিপোর্টের ভিত্তিতেই পদক্ষেপ নিতে যাচ্ছে বিপিএল টেকনিক্যাল কমিটি।
রকিবুল আরও জানান, নিয়মানুযায়ী আগামী ৭ দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে আরাফাত সানিকে। অবশ্য পরীক্ষা দেয়ার আগ পর্যন্ত ম্যাচ খেলতে বা বোলিং করতে কোনো বাধা নেই। সেই হিসেবে আগামী শনিবার অর্থাৎ বিপিএল ফাইনালের পরদিনের মধ্যে পরীক্ষা দিতে তাকে। বিপিএলের চটগ্রাম পর্বে চিটাগংয়ের আরেক স্পিনার আলিসের বোলিং অ্যাকশনও প্রশ্নবিদ্ধ হয়েছিল। পরে পরীক্ষা দিয়ে বোলিংয়ের ছাড়পত্র পান তিনি।
এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে সানির বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। সেবার পরীক্ষা দিতেও পাশ করতে না পারায় বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরতে হয়েছিল তাকে। অ্যাকশন শুধরে স্বীকৃত ক্রিকেটে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরা হয়নি তার। চলতি বিপিএলে ৯ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন সানি।
সারাবাংলা/জেটি
আরাফাত সানি আলিস আল ইসলাম চিটাগং কিংস বিপিএল ২০২৫ বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ