ইতিহাস গড়তে আরও ৪৮ রান চাই নাঈমের
৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৭ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৯
খালেদ আহমেদের ফুল লেংথে পিচ করা ডেলিভারি, লফটেড শট খেলতে গিয়ে লাইন মিস করে বোল্ড নাঈম শেখ। আজ (বুধবার) চিটাগং কিংসের বিপক্ষে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের এই বাঁহাতি ওপেনার থামলেন ব্যক্তিগত ১৯ রানে। ২২ বল ব্যপ্তির এই ইনিংসে অবশ্য চলতি বিপিএলে পেরিয়ে গেছেন ব্যক্তিগত ৫০০ রানের কোটা। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিপিএলের এক মৌসুমে ৫০০ রানের মাইলফলক ছুঁলেন তিনি। তবে এখনও অধরা থেকে গেছে রাইলি রুশোর ৫৫৮ রানের রেকর্ড।
২০১৮-১৯ মৌসুমের বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে ১৩ ইনিংসে পাঁচ ফিফটি ও এক সেঞ্চুরিতে ৫৫৮ রান করেছিলেন রাইলি রুশো। এখনও কেউ ভাঙতে পারেননি প্রোটিয়া ব্যাটারের এই রেকর্ড। অবশ্য নাঈমের সামনে সুযোগ আছে তাকে টপকে যাওয়ার। যদি আজ বাঁচা-মরার লড়াইয়ে তার দল চিটাগংকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে পারে, সেক্ষেত্রে ফরচুন বরিশালের বিপক্ষে আরও একবার সুযোগ পাবেন রুশোকে টপকে যাওয়ার।
এবারের বিপিএলে ১৪ ইনিংসে ১৪৩.৯৪ স্ট্রাইকরেটে ৫১১ রান করে সর্বোচ্চ রানের মালিক নাঈম। আর ৬ রান করতে পারলে অবশ্য নাজমুল হোসেন শান্তকে সরিয়ে এক মৌসুমে সর্বোচ্চ রান করা বাংলাদেশি ব্যাটার হতে পারতেন তিনি। ২০২২ সালের আসরে ১৫ ইনিংসে ৫১৬ রান করেছিলেন শান্ত। সেই রেকর্ড ভাঙতে না পারলেও সব মিলিয়ে তৃতীয় ব্যাটার হিসেবে বিপিএলের এক মৌসুমে ৫০০ রানের ক্লাবে নাম লেখালেন নাঈম।
চিটাগংয়ের বিপক্ষে নাঈমের ব্যর্থতার দিনে ৪২ রানে চার উইকেট হারিয়ে ব্যাটিং ধ্বসের মুখে পড়েছিল খুলনার। ধ্বংসস্তুপে দাঁড়িয়ে শিমরান হেটমায়ার-মাহিদুল ইসলাম অংকনের ৫০ বলে ৭৩ রানের জুটিতে ২০ ওভারে ১৬৩ রানের সংগ্রহ পেয়েছে খুলনা। ৩৩ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়েছেন হেটমায়ার, অংকন ফিরেছেন ৩২ বলে ৪১ রানে।
সারাবাংলা/জেটি