হঠাৎ বদলে গেল বিপিএল ফাইনালের সময়
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪১
দেখতে দেখতে শেষদিকে এবারের বিপিএল। প্রস্তুত ফাইনালের লড়াইয়ের মঞ্চ, মাঠে নামতে প্রস্তুত দুই ফাইনালিস্ট ফরচুন বরিশাল-চিটাগং কিংসও। কিন্তু ফাইনালের আগেরদিন হঠাৎ করেই বদলে গেল ম্যাচ শুরুর সূচি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এবারের বিপিএলের ফাইনাল শুরু হওয়ার কথা ছিল ০৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায়। কিন্তু আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিক ঘোষণায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাল, এক ঘণ্টা এগিয়ে সন্ধ্যা ৬টায় শুরু হবে ফাইনাল।
আজ সন্ধ্যায় ৭টা ২৪ মিনিটে বিসিবির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, ফরচুন বরিশাল-চিটাগং কিংসের মধ্যকার ফাইনাল ম্যাচের প্রথম ইনিংস শুরু হবে সন্ধ্যা ৬টায়। সেক্ষেত্রে টস অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে। মাঝে ২০ মিনিট ইনিংস বিরতির পর দ্বিতীয় ইনিংস শুরু করার সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিট। দ্বিতীয় ইনিংস শেষ করার সময় রাত ৯টা ২০ মিনিট।
পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে অফ নিশ্চিত করেছিল বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠেছে তামিম ইকবালের দল। ফাইনালে আবারও বরিশালের মুখোমুখি হচ্ছে চিটাগং। যারা এলিমিনেটর জয়ী খুলনা টাইগার্সকে রুদ্ধশ্বাস এক ম্যাচে হারিয়ে উঠেছে এবারের ফাইনালে। সব মিলিয়ে এবারের আসরে চতুর্থবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।
সারাবাংলা/জেটি