Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল ফাইনালেই তামিমকে ‘বিদায়’ জানাবে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪২

ফরচুন বরিশালের অনুশীলনে তামিম ইকবাল

মাশরাফি বিন মুর্তজার আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে গেছে সেই ২০২০ সালে। সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে তার শেষ ম্যাচটা খেলেছেন ২০২৩ সালে। সম্প্রতি  ভারত সফরে মাঠ থেকে টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে অবশ্য বিসিবি থেকে সম্মাননাও দেয়া হয়েছে। একইভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া তামিম ইকবালকেও সম্মাননা দিয়ে বিদায় জানানোর ঘোষণা দিয়েছে বিসিবি। এজন্য বিসিবি বেছে নিয়েছে আগামীকাল (শুক্রবার) অনুষ্ঠেয় বিপিএল ফাইনালকে।

বিজ্ঞাপন

আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিক ঘোষণায় বিসিবি জানায়, বিপিএল ফাইনালের পুরস্কার বিতরণীর আগে তামিমের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন তারা।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখার জন্য  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়া তারকা ব্যাটার তামিম ইকবালকে বিশেষ সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিপিএল ফাইনালের পুরস্কার বিতরণীর আগে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হবে।’

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে অভিমান থেকেই আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলে দেন তামিম। অবশ্য একদিন পরই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসর থেকে ফিরে আসেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। যদিও এরপর জাতীয় দলের হয়ে খেলা হয়নি তার। সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণার আগে গুঞ্জন শুরু হয় তামিমের দলে ফেরার।

সেই গুঞ্জন সত্য প্রমাণিত হয় দলে ফিরতে তামিমকে বাংলাদেশের নির্বাচক প্যানেলের অনুরোধের খবর প্রকাশ্যে আসার পর। বিপিএলের সিলেট পর্ব চলাকালীন চ্যাম্পিয়নস ট্রফির দলে ফেরাতে তামিমের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এমনকি মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্তও তাকে অনুরোধ করেন তাকে দলে ফেরার। অবশ্য দুই দিন সময় নিয়ে ভেবেচিন্তে তামিম তার সিদ্ধান্তে অটল থেকে জানিয়ে দেন, জাতীয় দলে আর ফিরতে চান না তিনি।

এরপর নিজের অফিসিয়াল ফেসবুক থেকে দেয়া এক পোস্টের মাধ্যমে তামিম জানান, আন্তর্জাতিক ক্রিকেটে তার পথচলা শেষ। সেখানে তিনি লেখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

তামিম ইকবাল ফরচুন বরিশাল বিপিএল ২০২৫ বিসিবি

বিজ্ঞাপন

১৭ মে আইএসপিএবি’র ভোট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৪

শুভ কামনায় সিক্ত বিআইজেএফ নেতারা
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১২

আরো

সম্পর্কিত খবর