মিরপুর যেন লাল সমুদ্র
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৪
দুপুর দুইটা থেকেই লোকে লোকারণ্য মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম সংলগ্ন এলাকা। দলে দলে সমর্থকেরা আসছিলেন মাঠের দিকে। সবগুলো প্রবেশ গেটেই ছিল লম্বা লাইন। গ্যালারিও খুলে দেয়া হয় বেলা তিনটা নাগাদ। বিপিএল ফাইনাল বলে কথা! এমন ভিড়ের ফুল হাউজ শো’ই তো প্রত্যাশিত। এই উন্মাদনায় নতুন মাত্রা দিলেন ফাইনালিস্ট ফরচুন বরিশালের সমর্থকেরা। প্রেস বক্সের ছাদে দাঁড়িয়ে চারপাশে চোখ বোলানোর পর গ্যালারিতে কেবল তাদের লাল জার্সিই চোখে পড়ল।
চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচ শুরুর ঘণ্টা তিনেক আগ থেকেই তাদের ‘বরিশাল! বরিশাল!’ স্লোগানে প্রকম্পিত হলো সবগুলো গ্যালারি। তাদের ভিড়ে আকাশী নীল জার্সি পরা চিটাগং কিংসের সমর্থকদের অবশ্য খুঁজে পেতে বেশ বেগই পেতে হয়েছে। ম্যাচ শুরু হতে হতে মিরপুর স্টেডিয়ামে কান পাতা দায়। টসে জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠানো বরিশালের বোলারদের একেকটা ডট বলের পর যেন ফেটে পড়ছিল গ্যালারি। আর ভালো বলগুলোতে প্রতিপক্ষ ব্যাটারদের বেগ পেতে দেখে তাদের চিৎকার-উল্লাস মনে করিয়ে দিচ্ছিল আরও একটাবার, ক্রিকেটটা এদেশের মানুষ হৃদয় দিয়েই দেখেন, অনুভব করেন।
![](https://sarabangla.net/wp-content/uploads/2025/02/1-1024x768.jpg)
বরিশালের দর্শকের দখলে মিরপুর স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারি
তবে এখন পর্যন্ত সবচেয়ে বড় উল্লাসটা শোনা গেছে চিটাগংয়ের তিনটা উইকেট পড়ার পর। কাঁচঘেরা প্রেসবক্সে বসেও এসেছে তাদের সাউন্ডওয়েভ। কেবল যে ঢাকায় এমন সমর্থন পেয়েছে বরিশাল এমনটাও নয়। ঢাকার মতো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারিতেও দেখা গেছে লাল সমুদ্র। বিপিএলের চট্টগ্রাম পর্বে সেখানকার স্থানীয় দর্শকদের একটা বড় অংশের সমর্থন পেয়েছে বরিশাল। কারণ একটাই, তাদের ঘরের ছেলে তামিম ইকবাল যে খেলেন বরিশালের হয়ে। সেখানে এমনও অনেক দর্শকের সাথে এই প্রতিবেদকের কথা হয়েছে, যারা কেবল তামিম ইকবালের জন্যই নিজে শহরের দলকে পাশে সরিয়ে রেখেছেন। তাদের এই ভাবনার নেপথ্যের যুক্তিটা অবশ্য বেশ মজার, ‘তামিম ভালো খেলুক, বরিশাল হারুক।’
এমন সমর্থন এবারের বিপিএলে আর কোনো দল পায়নি, এটা বলে দেয়াই যায়। সমর্থকদের এই লাল সমুদ্রে ভেসে আরও একবার শিরোপা তুলে ধরতে চাইবে বরিশাল। সেজন্য ২০ ওভারে করতে হবে ১৯৫ রান। প্রথমে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমনের ৪৯ বলে ৭৮*, খাজা নাফের ৪৪ বলে ৬৬ রানের ইনিংসে ভর করে বরিশালকে চ্যালেঞ্জিং এই টার্গেট ছুঁড়ে দিয়েছে চিটাগং।
সারাবাংলা/জেটি