Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল ফাইনালের ৩০০ টাকার টিকেট ৩০০০ টাকা!

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২১

দর্শকদের ঢল নেমেছে বিপিএল ফাইনালে

একে তো সাপ্তাহিক ছুটির দিন, তার ওপর বিপিএল ফাইনাল। খেলছেও টুর্নামেন্টের অন্যতম সেরা দল ফরচুন বরিশাল, যাদের সমর্থকই বেশি এবারের বিপিএলে। প্রতিপক্ষ চিটাগং কিংসের সমর্থকরা অবশ্য তাদের তুলনায় নগণ্য। তবে প্রত্যাশিতভাবেই টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ ঘিরে দর্শক-সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে, তাই টিকেট প্রত্যাশীদের ভিড়ও ছিল সবচেয়ে বেশি।

এমন একটা ম্যাচ কে না মাঠে বসে দেখতে চাইবে! তাই অনলাইন, বিসিবির নির্ধারিত টিকেট বুথ আর মধুমতি ব্যাংকের কয়েকটি নির্দিষ্ট ব্রাঞ্চ থেকে একদিন আগেই ফাইনালের জন্য বরাদ্দ সব টিকেট কিনে ফেলেন দর্শকরা। আজ সকালে বিসিবি থেকেও জানানো হয় ফাইনালের কোনো টিকেট আর অবিক্রিত নেই। সুইমিং কমপ্লেক্সের পাশে অবস্থিত টিকেট বুথ কিংবা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় দর্শকদের টিকেট সন্ধানের জন্য মানাও করা হয় বিসিবির পক্ষ থেকে।

বিজ্ঞাপন

তবে টিকেট প্রত্যাশী দর্শকরা দমে যাওয়ার পাত্র নন। দুপুর থেকেই তারা নানান মাধ্যমে টিকেটের সন্ধান করেন। সেই সুযোগটাই কাজে লাগিয়েছে টিকেট কালোবাজারিররা। আগে থেকে সংগ্রহ করা টিকেট তারা চড়া দামে বিক্রি করেছে ফাইনাল দেখতে চাওয়া দর্শকদের কাছে। ম্যাচ শুরুর আগে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ঘুরে দেখা গেছে এমন চিত্র।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারির টিকেটের দাম সর্বনিম্ন। ৩৪৭ টাকায় অনলাইন থেকে সেই গ্যালারির একটা টিকেট কেনার সুযোগ ছিল দর্শকদের। কিন্তু সেই গ্যালারির টিকেটই আজ কালোবাজারিরা বিক্রি করেছে প্রতিটি ২ থেকে ৩ হাজার টাকায়। 

এছাড়া অভিনব পন্থাতেও টিকেট নিয়ে প্রতারণা করছে অনেকে। মূল টিকেটের ফটোকপি করে সেসবও দর্শকদের কাছে বিক্রি করেছে অনেক কালোবাজারি। স্টেডিয়ামের ৪ নম্বর গেটের সামনেই দেখা মিলল এই প্রতারণার শিকার তিন দর্শকের। তিনটি টিকেট তারা সংগ্রহ করেছিলেন ৪ হাজার টাকার কাছাকাছি অংকে। কিন্তু মাঠে ঢুকতে গিয়েই বাধে বিপত্তি। টিকেটে থাকা কিউআর কোড কাজ না করায় খেলা দেখতে পারেননি তারা। 

বিজ্ঞাপন

ফাইনালের প্রথম ইনিংস শেষ হওয়ার পর মাঠে ঢুকতে না পেরে অনেকেই ফুঁসে ওঠেন ক্ষোভে। ক্ষিপ্ত হয়ে স্টেডিয়ামের প্রবেশ গেটের সামনে হৈ-হল্লা করতে থাকেন অসংখ্য দর্শক। তাদের দমাতে তখন হস্তক্ষেপ করে সেনাবাহিনী।বন্ধ করে দেয়া হয় মাঠ সংলগ্ন একটি রাস্তা।  সেই বিশৃঙ্খলায় ফাইনালের টিকেট কিনেও মাঠে প্রবেশ করতে পারেননি অনেকেই। 

টিকেট নিয়ে বিশৃঙ্খলার ঘটনা চলতি বিপিএলে অবশ্য আজই প্রথম নয়। টুর্নামেন্ট শুরুর আগের দিন কেবল বিক্ষোভ করলেও টিকেট না পেয়ে উদ্বোধনী ম্যাচের দিন বিসিবির গেটে ভাঙচুর চালিয়েছিলেন টিকেট প্রত্যাশী দর্শকরা। চট্টগ্রাম পর্বেও টিকেট অব্যবস্থাপনায় ক্ষিপ্ত ছিলেন সেখানকার ক্রিকেটপ্রেমীরা। 

সারাবাংলা/জেটি

চিটাগং কিংস ফরচুন বরিশাল বিপিএল ২০২৫ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর