Saturday 08 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে বিদেশিদের সব দায়িত্ব বিসিবির

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর শেষ হয়েছে গতকাল। কিন্তু শেষ হয়েও যেন হচ্ছে না শেষ! চুক্তি অনুযায়ী এখন পারিশ্রমিক বুঝিয়ে পাননি ক্রিকেটাররা। বিদেশি ক্রিকেটাররা দেশে ফেরা নিয়েও বিড়ম্বনায় পরেছেন। বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুন্ন করছে নিশ্চিতভাবেই। আগামীতে তেমনটা যাতে না হয় সে জন্য নতুন চিন্তা করছে বিসিবি।

বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকসহ সকল দায়িত্ব নিতে চায় বিসিবি। যাতে বিপিএল খেলতে এসে কাউকে কোনো সমস্যার মুখোমুখি না হতে হয়।

বিজ্ঞাপন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন বার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশি ক্রিকেটারদের লজিস্টিকাল সহায়তার বিষয়টিও দেখবে বিসিবি।

এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এরকম উদ্যোগ বিপিএলে স্বচ্ছতা বজায় রাখতে ও স্থানীয় ও আন্তর্জাতিক সব ক্রিকেটারদের জন্য একটি পেশাদার অভিজ্ঞতা দিতে বিসিবির আন্তরিকতার প্রমাণ। বিসিবি আর্থিক ক্ষেত্র শক্তিশালী করতে কাজ করছে।’

অবশ্য আগে থেকেই নিয়ম ছিল যে ড্রাফট থেকে দল পাওয়া ক্রিকেটাররা পারিশ্রমিক না পেলে তার দায়িত্ব বিসিবির। দলগুলো থেকে নেওয়া মানি গ্যারান্টি থেকে পারিশ্রমিক পরিশোধের কথা বিসিবির।

উল্লেখ্য, এবারের বিপিএলে নানান অনিয়ম খবরের শিরোনাম হয়েছে। সবচেয়ে বেশি ছড়িয়েছে পারিশ্রমিক ইস্যুটি। দুর্বার রাজশাহী ক্রিকেটারদের পারিশ্রমিক সময়মতো না দিয়ে বারবার খবরের শিরোনাম হয়েছে। ফাইনাল খেলা চিটাগং কিংসও ক্রিকেটারদের ঠিকমতো পারিশ্রমিক পরিশোধ করেনি এমন খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর