Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুক্তি থেকে বাদ কোচ বিদ্রোহে জড়িত সাবিনারা!

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৬ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৯

চুক্তি থেকে বাদ পড়ছেন ১৮ নারী ফুটবলার

কোচ হিসেবে পিটার বাটলারকে আর চান না বাংলাদেশ জাতীয় নারী দলের সিনিয়র ফুটবলাররা। আবার সাফ জয়ী কোচ বাটলারও জানিয়ে দিয়েছেন নির্দিষ্ট কয়েকজন ফুটবলার থাকলে তিনি আর কোচিং করাবেন না। দুই পক্ষই নিজের পক্ষে অনড়। তাই বাটলারের বিরুদ্ধে সাবিনাদের দেয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত করে বাফুফের এক বিশেষ কমিটি। গত বৃহস্পতিবার সেই তদন্তের রিপোর্ট জমা পড়েছে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের হাতে।

সেই রাতেই কোচ-ফুটবলারদের দ্বন্দ্ব নিরসনে আচমকা ফেডারেশনে যান তাবিথ। অবসরের হুমকি দিয়ে রাখা ১৮ বিদ্রোহী ফুটবলারের সাথে আলাদা করে কথা বলেছেন তিনি। বাটলারের অধীনে অনুশীলন করতেও বলেন সাবিনা-ঋতুপর্ণাদের। কিন্ত নিজেদের দাবিতে অটল থেকে শনিবারের অনুশীলনও বয়কট করেন তারা। এতে করে নারী ফুটবলের অচলাবস্থা কাটছে না। সেই স্থবিরতা কাটাতে অন্য পথে হাঁটতে যাচ্ছে বাফুফে।

বিজ্ঞাপন

গত অক্টোবরের পর থেকে বেতন পাচ্ছেন না নারী ফুটবলাররা। ঘোষিত হয়নি নতুন কেন্দ্রীয় চুক্তিও। তবে জানা গেছে নতুন করে ৩৫ জনের সাথে চুক্তি করতে যাচ্ছে বাফুফে, যেখানে রাখা হচ্ছে না কোচ বিদ্রোহে জড়িত থাকা ১৮ ফুটবলারকে। নামগুলোও বেশ ভারী; সাবিনা খাতুন, মাসুরা পারভীন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, শামসুন্নাহার সহ আরও সিনিয়র অনেকে। বাফুফে সূত্রে জানা গেছে আজ (রবিবার) ১২ জনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবে বাফুফে। বাকি ২৩ জনকে চুক্তিভূক্ত করা হবে এই সপ্তাহের মধ্যে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কথাতেও স্পষ্ট হয়েছে, বিদ্রোহী ফুটবলারদের নিয়ে আর ভাবছেন না তারা। একটি শীর্ষস্থানীয় দৈনিককে তিনি বলেন, ‘বর্তমান চ্যালেঞ্জ উতরানোর জন্য আমরা অবশ্যই ধৈর্যশীলতা ও দায়িত্বশীলতার পরিচয় দেব। আবার এই মুহূর্তে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে যেসব মেয়ে অনুশীলন করছে, তাদের নিয়েই ভাবছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

তাবিথ আউয়াল পিটার বাটলার বাফুফে সাবিনা খাতুন

বিজ্ঞাপন

মেলার ১২তম দিনে নতুন বই এসেছে ৮৯টি
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর