Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে নিয়মিত সুযোগ না পাওয়া শান্তর জন্য ভালো হয়েছে!

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৬ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩২

টানা দ্বিতীয়বারের মতো এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলে শিরোপা জিতেছে বরিশাল। তবে বরিশালের এক ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর জন্য এবারের বিপিএলটা গেছে রীতিমতো বিভীষণ!

পুরো টুর্নামেন্টজুড়ে মাত্র পাঁচটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন শান্ত। শান্তর সুযোগ না পাওয়াতে অবশ্য তার নিজের দায়টাই বড়। রান পাননি, বলে বাদ পরেছিলেন একাদশ থেকে। পাঁচ ম্যাচ খেলে মাত্র ৫৬ রান করেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক।

বিজ্ঞাপন

এদিকে, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করছেন, বিপিএলে টানা ম্যাচ খেলার সুযোগ না পাওয়াটা শান্তর জন্য ভালো হয়েছে। বিপিএল টি-টোয়েন্টি ফরম্যাটে আর আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওয়ানডে ফরম্যাটে। শান্ত বিপিএলে টানা খেলার সুযোগ না পাওয়ার কারণে ওয়ানডে ফরম্যাটের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে পেরেছেন। বিষয়টি উল্টো তার জন্য ভালো হয়েছে বলেছেন আশরাফুল।

 রোববার (৯ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন কথা বলেছেন আশরাফুল। বলেছেন, ‘অনেকে হয়তো ভাবছেন যে শান্ত খেলতে পারিনি, হয়তোবা কি হবে। কিন্তু আমি মনে করি যে সবচেয়ে ভালো শান্তই পারফরম্যান্স করতে পারবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এই সময়তে সে আলাদা করে ওয়ানডে ক্রিকেটের জন্য প্রিপারেশন নিয়েছে। যেভাবে ওয়ানডে খেলতে হবে সেভাবেই প্রস্তুতি সেরে নিয়েছে।’

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নিয়ে আশাবাদি আশরাফুল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। আর ভারত-পাকিস্তান তো পরিচিত প্রতিপক্ষ। সে হিসেবে আশাই দেখছেন আশরাফুল।

বিজ্ঞাপন

বলেছেন, ‘প্রত্যেকটা দলের সাথে কিন্তু আমরা জিতেছি। এমন না যে তাদের আমরা কখনো হারায়নি। বড় মঞ্চে তাদেরকে হারিয়েছি, নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারিয়েছি। আমাদের ৩৩ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পরেও। এগুলো তো আপনাকে আলাদা একটা কনফিডেন্স দেবেই। আমাদের সবাইকে ভালো ক্রিকেটটাই খেলতে হবে প্রতিটা বিভাগেই।’

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াবে ১৯ ফেব্রুয়ারি থেকে। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট।

সারাবাংলা/এসএইচএস

নাজমুল হোসেন শান্ত মোহাম্মদ আশরাফুল

বিজ্ঞাপন

ডিএনসিসির নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৩

ভাঙা ট্রলিই সচল রেখেছে বেলালের জীবন
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৩

আরো

সম্পর্কিত খবর