ফের সৌম্যর চোট, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শঙ্কা
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৯ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৯
চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা সৌম্য সরকার কিছুদিন আগেই মাঠে ফিরেছেন। ফের চোট পেলেন জাতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার। এই চোটে সৌম্যর আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে শঙ্কাই তৈরি হয়েছে।
গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে ডান হাতের তর্জনিতে চোট পেয়েছিলেন সৌম্য। সেই চোটের কারণে তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে পাক্কা পাঁচ মাস। চোট কাটিয়ে ফিরে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে চারটি ম্যাচ খেলতে পেরেছেন সৌম্য। অনেকদিন পর ফিরে পারফর্ম মন্দ করেননি। কিন্তু আবারও একই জায়গায় চোট পেলেন।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে অনুশীলন করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আজ তৃতীয় দিনের অনুশীলনে ব্যাটিং করার সময় চোট পেয়েছেন সৌম্য। ডান হাতের তর্জনির যে স্থানে চোট পেয়েছিলেন সেখানেই ব্যথা পেয়েছেন সৌম্য। ব্যাটিংয়ের সময় পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর একটি ডেলিভারি সোজা গিয়ে আঘাত হানে সৌম্যর ডান হাতের তর্জনিতে।
ব্যথায় মাটিতে শুয়ে পরেন সৌম্য। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম ব্যথানাশক স্প্রে দেন সৌম্যকে। খানিকক্ষণ পর ব্যথায় কাতর সৌম্য ড্রেসিংরুমে ফিরে যান।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ দলের দেশ ছাড়ার কথা আগামী ১৩ ফেব্রুয়ারি। হাতে মাত্র কয়েকদিন। সে হিসেবে সৌম্যকে নিয়ে বড় শঙ্কাই তৈরি হলো। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র অবশ্য বলছে, আঙুলে চিড় ধরা পরেনি সৌম্যর।
সম্প্রতি সময়ে ভালো ফর্মে ছিলেন সৌম্য। ওয়েস্ট ইন্ডিজে ভালো পারফর্ম করেছেন। বিপিএলেও চার ম্যাচ খেলার সুযোগ পেয়ে ১৩৪.৬১ স্ট্রাইক রেটে করেছেন ১০৫ রান। খুলনা টাইগার্সের হয়ে একটি ম্যাচে ৪৮ বলে ৬টি চার, ৫টি ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলেন।
সারাবাংলা/এসএইচএস