বাফুফের চুক্তিতে ৩৬ জন, নেই ‘বিদ্রোহী’ সাবিনারা
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫০
কোচ পিটার বাটলারের বিরুদ্ধে এখনও অনড় অবস্থানে বাংলাদেশ নারী ফুটবল দলের ১৮ জন সদস্য। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের হস্তক্ষেপের পরেও তারা সরে আসছেন না বিদ্রোহ থেকে। সেই অচলাবস্থা না কাটলেও নারী ফুটবলারদের চুক্তির কাজটা এগিয়ে নিয়েছে বাফুফে। গতকাল (সোমবার) ক্যাম্পে থাকা ৩৭ জনের মধ্যে ৩৬ জনকেই কেন্দ্রীয় চুক্তির আওতায় এনেছে ফেডারেশন।
তবে এই ৩৬ জনের মধ্যে রাখা হয়নি সাফ জয়ী সাবিনা খাতুন, মাসুর পারভীন, ঋতুপর্ণা চাকমাসহ ১৮ সিনিয়র ফুটবলারের। অবশ্য তাদেরও কেন্দ্রীয় চুক্তিতে রাখার পরিকল্পনা ছিল বাফুফের। অবশ্য তারা কেউই বাটলারের অধীনে অনুশীলন না করায় বেতন ভুক্ত হননি।
অবশ্য গত ০৯ ফেব্রুয়ারি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কথাতেও স্পষ্ট হয়েছে, বিদ্রোহী ফুটবলারদের নিয়ে আর ভাবছেন না তারা। একটি শীর্ষস্থানীয় দৈনিককে তিনি বলেন, ‘বর্তমান চ্যালেঞ্জ উতরানোর জন্য আমরা অবশ্যই ধৈর্যশীলতা ও দায়িত্বশীলতার পরিচয় দেব। আবার এই মুহূর্তে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে যেসব মেয়ে অনুশীলন করছে, তাদের নিয়েই ভাবছি।’
গত সাফ জয়ীদের মধ্যে থেকে চুক্তিভূক্ত হয়েছেন ৭ জন। চুক্তিভুক্ত সকলকেই একে একে ডেকে নিয়ে চুক্তিপত্রে সই করানো হয়েছে। সব মিলিয়ে মোট ৫৫ জন নারী ফুটবলারের সঙ্গে চুক্তির সই করতে চায় বাফুফে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে পুরো তালিকা প্রকাশ করেনি বাফুফে।
৬ ক্যাটাগরিতে ৩৬ জন নারী ফুটবলারের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে বাফুফের। এই ৬ ক্যাটাগরিতে বেতন নির্ধারণ হয়েছে যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার, ২৫ হাজার ও ১০ হাজার টাকা।
সারাবাংলা/জেটি