সাকিবকে নিয়ে প্রশ্ন ভালো লাগেনি শান্তর
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৬
অনেক আলোচনার পর সাকিব আল হাসান ও তামিম ইকবালকে বাইরে রেখেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে। তামিম ইকবালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আলোচনা থাকলেও শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে আর না ফেরার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। অনেকদিন ক্রিকেটের বাইরে থাকা সাকিব আল হাসান আছেন বোলিং নিষেধাজ্ঞায়। ফলে শুধুমাত্র ব্যাটার সাকিবকে দলে রাখার মতো মনে করেননি নির্বাচকরা। সেই আলোচনাগুলো অনেক আগেই শেষ। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার একদিন আগে সেই প্রসঙ্গ উঠলে কিছুটা বিরক্তই হলেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে বাংলাদেশ দল। তার আগে আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হয়ে গেল অফিসিয়াল ফটোসেশন ও সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে বিস্তর আলোচনা করেছেন শান্ত।
মাঝে সাকিব আল হাসানের প্রসঙ্গও উঠল। সাকিবকে টুর্নামেন্টে মিস করবেন কিনা, এমন প্রশ্নে কিছুটা বিরক্তই হয়েছেন শান্ত।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হ্যাঁ অবশ্যই মিস করবো।’ পরোক্ষণেই বলেছেন, ‘আসলে এই প্রশ্নটা আমার মনে হয় কেন করলেন আপনি? আমরা সবাই জানি এই উত্তর অনেক খেলোয়াড় দিয়েছে। আমরা জানি সাকিব ভাইকে মিস করবো। থাকলে ভালো হতো এই উত্তর অনেকবার পেয়েছেন। তা আমার মনে হয় না যে একটা এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে এই প্রসঙ্গে কথা বলাটা যৌক্তিক।’
লম্বা বিরতির পর এবার মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সর্বশেষ ২০১৭ সালে মাঠে গড়িয়েছিল এই টুর্নামেন্ট। তাতে সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের অবিস্মরণীয় এক জুটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেই সুখস্মৃতিটা এবারও বাড়তি আত্মবিশ্বাস দেবে বলেছেন শান্ত।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলেছিলাম, ভালো একটা স্মৃতি ছিল। সেমিফাইনাল খেলেছিলাম, অবশ্যই এটা একটা বাড়তি অনুপ্রেরণা দেবে আমাদের। পাশাপাশি দেশের মানুষের প্রত্যাশা, পাশাপাশি পরিবারের প্রত্যাশা, খেলোয়াড়দের প্রত্যাশা তো আছেই। তাই ওভারঅল এখন পর্যন্ত আমরা যেভাবে প্রিপারেশন নিতে পেরেছি তাতে আলহামদুলিল্লাহ, বিশ্বাস করছি ভালো অবস্থানে যাওয়া সম্ভব।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আছে গ্রুপ ‘এ’তে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ তারিখ নিজেদের প্রথম ম্যাচ খেলতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।
সারাবাংলা/এসএইচএস
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান