বৃহস্পতিবার রাতে দেশ ছাড়বেন শান্তরা
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৩ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৬
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার অপেক্ষায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল অনুষ্ঠিত হয়েছে গত ৭ ফেব্রুয়ারি। ৮ ফেব্রুয়ারি থেকে অনুশীলন করে যাচ্ছেন ক্রিকেটাররা। আজ অফিসিয়াল ফটোসেশন হয়ে গেল। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট ঘিরে পরিকল্পনার কথা জানিয়েছেন। এবার দেশ ছাড়ার পালা।
আগেই জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রওনা হওয়ার কথা বাংলাদেশি ক্রিকেটারদের। কখন রওনা দেবেন ক্রিকেটাররা সেটা সময় জানা গেল এবার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র নিশ্চিত করেছে, ১৩ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টায় দেশ ছাড়বেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল।
দুবাইতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০ তারিখ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। গ্রুপ পর্বে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষেও খেলতে হবে বাংলাদেশকে।
এদিকে, দেশের মাটিতে বাংলাদেশ দলের অফিসিয়ালি অনুশীলন পর্ব আজ থেকে শেষ হয়ে গেছে। আগামীকাল কেউ চাইলে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করতে পারবেন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে গিয়ে অনুশীলন করবেন ক্রিকেটাররা। কয়েকদিন অনুশীলনের পর বাংলাদেশ দলের প্রথম ম্যাচটা হবে দুবাইতেই।
সারাবাংলা/এসএইচএস