Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৪

অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল

চ্যাম্পিয়নস ট্রফির সর্বশেষ আসরের সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। আইসিসির কোনো ইভেন্টে সেটাই এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেও তাই বাংলাদেশকে ঘিরে প্রত্যাশার পারদটা উঁচুতে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত, ২৪ ও ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে খেলবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। আসন্ন এই টুর্নামেন্টে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ?

বিজ্ঞাপন

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’ আজ (শনিবার) প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ কেমন হতে পারে। সেখান রাখা হয়েছে তিন পেসার, দুই স্পিনার। বাকি ছয়জন ব্যাটার।

বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার তানজিদ হাসান তামিম থাকছেন ওপেনিংয়ে। তার সঙ্গী হিসেবে সৌম্য সরকারকে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। যিনি আঙুলের চোটে বিপিএলের বেশিরভাগ ম্যাচেই বসে ছিলেন সাইড বেঞ্চে। পারভেজ হোসেন ইমনকে নিয়ে যাওয়া হচ্ছে ব্যাক আপ ওপেনার হিসেবে।

তিনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, চারে তাওহিদ হৃদয়ের ব্যাট করার সম্ভাবনাই বেশি। মিডল অর্ডারে মুশফিকুর রহিম, মাহমুদউলাহ রিয়াদের মতো অভিজ্ঞদের ওপর ভরসা রাখবে বাংলাদেশ। সাত নম্বরে মেহেদী হাসান মিরাজ। অবশ্য এই অলরাউন্ডারের ব্যাটিং অর্ডারের ওপরের দিকেও ব্যাট করার অভিজ্ঞতা আর সামর্থ্য আছে। আটে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে। তিন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান। লিটন দাস না থাকায় উইকেটকিপার হিসেবে মুশফিকই খেলবেন। সেক্ষেত্রে অপেক্ষা বাড়বে জাকের আলী অনিকের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট দল বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর