Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশরাফুলের নেতৃত্বে খেলবেন তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৬

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়া ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হওয়া লিজেন্ডস ক্রিকেট লিগগুলো ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সময়ই লিজেন্ডস লিগগুলোতে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন। আগামী মাসে তামিমের সেই লক্ষ্য পূরণ হতে যাচ্ছে।

মার্চে মাঠে গড়াবে এশিয়ান লিজেন্ডস লিগ। সেখানে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া দল বাংলাদেশ টাইগার্স অংশ নিতে যাচ্ছে। এই দলের নেতৃত্বে থাকছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সদ্য আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া তামিম ইকবাল খেলবেন বাংলাদেশ টাইগার্সের হয়ে।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বের ম্যাচ শেষে দুটি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষে ফাইনাল, টুর্নামেন্ট এভাবে সাজানো হয়েছে। বাংলাদেশ টাইগার্স তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ মার্চ। প্রতিপক্ষ ইন্ডিয়ান রয়্যালস।

১১ তারিখে আফগানিস্তান পাঠানস, ১২ মার্চ এশিয়ান স্টারস ও ১৪ মার্চ শ্রীলংকান লায়ন্সের বিপক্ষে খেলবেন আশরাফুল-তামিমরা।

তামিম-আশরাফুল ছাড়াও নাঈম ইসলাম,  আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম চৌধুরী, আবুল হাসান রাজু, মুক্তার আলী, শফিউল ইসলামের মতো ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়া ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে বাংলাদেশ টাইগার্সের স্কোয়ার্ড।

বাংলাদেশ টাইগার্স স্কোয়াড : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং নাজিমউদ্দিন।

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল মোহাম্মদ আশরাফুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর