Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের ক্লাব কেনার বিষয়ে যা জানা গেল

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২০ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪১

তামিম ইকবাল আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে, ক্রিকেট প্রশাসক হিসেবে আসছেন সাবেক এই অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভবিষ্যত সভাপতি হিসেবে তামিমের নাম শোনা যায়। তামিমের একটি উদ্যোগ এই গুঞ্জনগুলোকে আরও উস্কে দেবে নিশ্চিত।

খুব শিগগিরই ঢাকার গুলশান ক্রিকেট ক্লাবের মালিকানায় যুক্ত হচ্ছে তামিমের নাম। বিপিএলের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান ও তামিম মিলে বিনিয়োগ করছেন গুলশান ক্রিকেট ক্লাবে। সেক্ষেত্রে গুলশান ক্রিকেট ক্লাব থেকে বিসিবির কাউন্সিল হওয়ার পথটা তামিমের জন্য একেবারেই সহজ হয়ে গেল।

বিজ্ঞাপন

গুলশান ক্রিকেট ক্লাবটির মালিকানায় ছিল বেক্সিমকো গ্রুপের কাছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেক্সিমকো গুলশান ক্রিকেট ক্লাবের অর্থায়নে থাকছে না। সেক্ষেত্রে অর্থায়ন করার জন্য নতুন কাউকে লাগতোই। ফরচুন বরিশালের মালিক মিজনুর রহমান ও তামিম ইকবাল যৌথভাবে সেই মালিকানা নিতে রাজি হয়েছেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেই। গুলশান ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

মালিকানা নেওয়া মানে এখন তামিম ইকবাল ও মিজানুর রহমানের মধ্য থেকে যে কোনো একজন গুলশান ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে বিসিবির কাউন্সিলর হতে পারবেন। সে হিসেবে তামিমের বোর্ডে আসার পথটা আরও পরিস্কার হয়ে গেল।

শোনা যাচ্ছে, আপাতত গুলশান ক্রিকেট ক্লাবের সভাপতি হচ্ছেন মিজুনুর রহমান। তামিম ইকবালকে দেখা যাবে সহ-সভাপতি হিসেবে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও এখনো ঘরোয়া ক্রিকেট ছাড়েননি তামিম। সদ্য শেষ হওয়া বিপিএল খেলেছেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ খেলার কথা শোনা যাচ্ছে। এমন অবস্থায় একটি ক্লাবের সভাপতির দায়িত্বে থাকাটা শোভন মনে করছেন না তামিম। তবে সভাপতির পদে না থাকলেও ওই ক্লাব থেকে তিনি কাউন্সিলর হতে পারবেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যকারী পরিষদের পরবর্তী নির্বাচন হওয়ার কথা রয়েছে আগামী অক্টোবরে। তবে শোনা যাচ্ছে, সময় এগিয়ে এনে জুন-জুলাইয়ে হতে পারে নির্বাচন। কাউন্সিলর হয়ে তামিম সেই নির্বাচনে থাকবেন কিনা সেটাই দেখার বিষয়।

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর