Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুশীলনে ফিরছেন বিদ্রোহী নারী ফুটবলাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৭ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪১

অনুশীলনে ফিরছেন বিদ্রোহী নারী ফুটবলাররা

পিটার বাটলারের অধীনে খেলা দূর, অনুশীলনও করতে রাজি ছিলেন না বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ১৮ সিনিয়র ফুটবলার। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাটলারের বিরুদ্ধে অভিযোগের ডালি সাজিয়ে সাবিনা খাতুন-মাসুরা পারভীনরা জানান, বাটলার দায়িত্বে থাকলে তারা গণ অবসরে যাবেন। অবশ্য তারা সেই পথে না হাঁটলেও অনুশীলন বয়কট করে আসছেন এর আগে থেকেই। তবে আজ (রবিবার) বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানালেন, বিদ্রোহ প্রত্যাহার করে অনুশীলনে ফিরতে ইচ্ছুক বিদ্রোহী ফুটবলাররা।

বিজ্ঞাপন

আজ দুপুরে কোচ বিদ্রোহে জড়িত ১৮ ফুটবলারের সঙ্গে বৈঠক করেন কিরণ। সেখানেই তিনি সাবিনাদের বিদ্রোহ প্রত্যাহার করে অনুশীলনে ফেরার জন্য বলেন। সেই আলোচনার এক পর্যায়ে সিনিয়র ফুটবলাররা নিজেদের অনড় অবস্থান থেকে সরে আসেন, প্রতিশ্রুতি দেন অনুশীলনে ফেরার।

বৈঠকের পর বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কিরণ বলেন, ‘সভাপতির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে মেয়েদের ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। নিয়মিত যোগাযোগ রেখেছি, তারই ধারাবাহিকতাও আজও তাদের সঙ্গে বসেছিলাম। এর প্রেক্ষিতে বলতে পারি মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে, তবে এখন ফিরবে না। আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে ২৪ তারিখ। আপনারা জানেন আমরা সংযুক্ত আরব আমিরাত যাব একটা ফিফা উইন্ডোতে একটা ম্যাচ খেলতে। যেহেতু দল ২৪ তারিখ চলে যাবে, ক্যাম্প বন্ধ হয়ে যাবে। সিনিয়র মেয়েরাও একটা বিরতি চাচ্ছে।’

গত ১১ ফেব্রুয়ারি ৩৬ জন ফুটবলারকে আলাদা ছয়টি বেতন শ্রেণিতে কেন্দ্রীয় চুক্তির আওতাভুক্ত করে বাফুফে। তবে সেই তালিকায় ছিলেন না বিদ্রোহী ফুটবলাররা। কিন্তু আজ নারী উইং চেয়ারম্যান কিরণ নিশ্চিত করলেন, তাদেরও নেয়া হবে কেন্দ্রীয় চুক্তিতে। সব মিলিয়ে ৫৫ জন ফুটবলারকে এই চুক্তির আওতায় নিয়ে আসার পরিকল্পনা বাফুফের। এ নিয়ে তিনি বলেন, ‘আমি আজ তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা অনুশীলনে ফিরতে রাজি হয়েছে। আপাতত ২৪ ফেব্রুয়ারি ক্যাম্প ছুটি। তারাও (১৮ ফুটবলার) ছুটিতে যাবে। ছুটি কাটিয়ে ফেরার পর তাদের সঙ্গে চুক্তিও করা হবে।’

আনুষ্ঠানিকভাবে ১৮ দিন স্থায়ী হলো ১৮ নারী ফুটবলারের কোচ বিদ্রোহ। গত ৩০ জানুয়ারি বাফুফে ভবনের সামনে সংবাদ সম্মেলন ডাকেন সাবিনা-মনিকা-মাসুরা-ঋতুপর্ণারা। সেখানে তিন পৃষ্ঠার এক লিখিত বক্তব্যে বাটলারের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ তুলে ধরেন তারা। সেটার পরিপ্রেক্ষিতে তারা জানান, বাটলার দায়িত্বে থাকলে গণ অবসরে যাবেন বিদ্রোহীরা। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকেও তারা লিখিতভাবে সেই অভিযোগ জানান।

বিজ্ঞাপন

সেই অভিযোগের ভিত্তিতে ইমরুল হাসানকে চেয়ারম্যান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাফুফে। তদন্ত শেষে সিনিয়র সহ-সভাপতি ইমরুলের নেতৃত্বাধীন সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেন সভাপতি কাছে। কয়েক দফায় সভাপতি তাবিথ নিজেও ব্যক্তিগতভাবে নারী ফুটবলারদের সাথে আলাদা করে কথা বলেন, তাদের অনুশীলনে ফেরার তাগিদ দেন।

সভাপতির তাগিদ, নারী উইংয়ের চেয়ারম্যানের সাথে দফায় দফায় বৈঠক আর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর সপ্তাহ দুয়েকের বিভিন্ন নাটকীয়তার শেষে বিদ্রোহ প্রত্যাহার করেছেন নারী ফুটবলাররা।

আগামী ২৬ ফেব্রুয়ারি এবং ২ মার্চ দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশের ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা রয়েছে। সেই সূচিকে সামনে রেখে বিদ্রোহী ফুটবলাররা অনুশীলন বয়কট করলেও বাটলার নিজের কাজটা করে গেছেন জাতীয় দলের ১৩ ফুটবলার ও বয়সভিত্তিক দলের ফুটবলাদের নিয়ে। টান দুইবারের সাফজয়ী নারীরা ফিরলে বাটলারের অধীনে কীভাবে খেলবেন তারা? যেহেতু কোচের সঙ্গে দ্বন্দ্বের খবর প্রকাশ্যে এসেছে।

এ নিয়ে কিরণ জানান, ছুটি কাটিয়ে ক্যাম্পে ফেরার পর নারী ফুটবলার ও বাটলারকে নিয়ে আলোচনায় বসবে বাফুফে। সেখানেই সব ভুল বোঝাবুঝির অবসান হবে বলে তার আশা, ‘অনুশীলন শুরুর সময় সভাপতি, কোচ, মেয়েদের নিয়ে সভা করে যে ভুল বোঝাবুঝি আছে সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। একসঙ্গে অনুশীলন করবে সবাই, কেউ কারো সঙ্গে অসন্তোষ থাকলে ভালো কিছু হবে না। আজ আমাকে বলেছে যোগ দিয়ে চুক্তিতে সই করবে।’

সারাবাংলা/জেটি

পিটার বাটলার বাফুফে মাহফুজা আক্তার কিরণ সাবিনা খাতুন

বিজ্ঞাপন

‘সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চলছে’
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৮

আরো

সম্পর্কিত খবর