কেমন হলো বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন জার্সি
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৯ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৩৪
বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হয়েছে ইতোমধ্যেই। গত ১৩ ফেব্রুয়ারি রাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে টুর্নামেন্ট। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ ভারত।
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজে আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) এক ভিডিওর মাধ্যমে জার্সি উন্মোচন করেছে বিসিবি।
বাংলাদেশ জাতীয় দলের বর্তমান জার্সির চেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির এই জার্সির কালার একটু বেশি ডিপ। লাল-সবুজের মূল থিমের ওপর সোনালি রংয়ের বাঘের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে নতুন জার্সিতে।
ভিডিওতে স্কোয়াডে জায়গা পাওয়া সব ক্রিকেটারকে দেখা গেছে জার্সি পরে। ক্যাপশনে লিখা হয়েছে- চলো একসাথে গর্জে ওঠি।
বাংলাদেশের নতুন জার্সির প্রসংশা করেছেন ক্রিকেট সমর্থকরা। প্রায় এক ঘণ্টায় ছয় হাজারের বেশি মন্তব্য পরেছে পোস্টে। তার প্রায় সবই ইতিবাচক। জামিল শিকদার নামের একজন মন্তব্যে লিখেছেন, ‘আমার মনে হয় প্রথমবার বাংলাদেশ দলের এমন একটা জার্সি তৈরি হলো যেটা নিয়ে সমালোচনার সুযোগ নেই।’
আহমেদ সিয়াম নামের একজন লিখেছেন, ‘জার্সি অনেক সুন্দর হয়েছে। ইন শা আল্লাহ এবার ভালো কিছুই হবে।’ রওনক নামের একজন লিখেছেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশ দলের সেরা জার্সি এটা।’
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের সঙ্গে তিন দল আছে- ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচের পর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল।
সারাবাংলা/এসএইচএস