Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ‘এক্স ফ্যাক্টর’ হবেন রিশাদ?

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৫ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫২

আইসিসির ইভেন্টগুলোতে সচরাচর ব্যাটিং সহায়ক উইকেটই দেখা যায়। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির বেশিরভাগ ম্যাচ হবে পাকিস্তানে, যেখানকার উইকেটকে ব্যাটিং স্বর্গও বলা হয়। এমন পিচে লেগস্পিনাররা বরাবরই কার্যকর। এমন পিচে রান সব বোলাররাই খরচ করেন। তবে লেগস্পিনাররা মাঝে মধ্যে উইকেটও এনে দেবেন, এটাই তাদের কার্যকারীতা। বাংলাদেশের রিশাদ হোসেন তাই ‘গেম চেঞ্জার’ হয়ে উঠতে পারেন।

এমনটাই মনে করছে বাংলাদেশ দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার রিশাদকে নিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। তিনজনই রিশাদের ওপর আস্থার কথা জানিয়েছেন। শেষ দিকে ব্যাট হাতে কার্যকরী ইনিংস খেলার ক্ষেত্রেও সুনাম আছে রিশাদের। সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন।

বিজ্ঞাপন

এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াবে আগামীকাল। বাংলাদেশ ২০ ফেব্রুয়ারি তাদের প্রথম ম্যাচটা খেলবে ভারতের বিপক্ষে। তারপর ২৪ তারিখে নিউজিল্যান্ড ও ২৭ তারিখে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে গ্রুপের আরও ‍দুটি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

মাঠের লড়াইয়ে নেমে পরার আগে রিশাদকে নিয়ে আশাবাদ ব্যক্ত করল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘রিশাদ ভালো বোলিং করলে আমরা ভালো অবস্থানে থাকব। কারণ, আমরা জানি পাকিস্তানের উইকেট কতটা ভালো। এই টুর্নামেন্টে রিস্ট স্পিনাররা বেশি গুরুত্বপূর্ণ। রিশাদ এই টুর্নামেন্টে কেমন বোলিং করে তা দেখতে উন্মুখ হয়ে আছি।’

রিশাদ যে ব্যাটিংয়েও ভূমিকা রাখতে পারেন সেটাই স্মরণ করিয়ে দিলেন তানজিদ হাসান তামিম, ‘রিশাদ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বল হাতে ও সব সময় ব্রেকথ্রু এনে দেয়। আবার ব্যাটিংয়ে যখন প্রয়োজন তখন রান করে।’ সৌম্য সরকার রিশাদকে বললেন গেম চেঞ্জার, ‘রিস্ট স্পিনাররা গেম চেঞ্জার। রিশাদের দিকে আমরা তাকিয়ে আছি।’

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স ট্রফির লক্ষ্যে গত ১৩ ফেব্রুয়ারি রাতে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা। দুবাইতে অনুশীলন করছে বাংলাদেশ। গতকাল পাকিস্তান শাহীনের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আজ বিশ্রামে আছেন নাজমুল হোসেন শান্তরা।

সারাবাংলা/এসএইচএস

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ রিশাদ হোসেন

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর