Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি শেষ লকি ফার্গুসনের

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৭

পায়ের চোটে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছেন লকি ফার্গুসন

রাত পোহালেই শুরু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামীকাল (বুধবার) করাচিতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কিন্তু টুর্নামেন্ট শুরুর এক দিন আগে পায়ের চোটে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পেস আক্রমণের অন্যতম সদস্য লকি ফার্গুসন। আজ (মঙ্গলবার) তার বাদ পড়ার খবর জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন আরেক পেসার কাইল জেমিসন।

বিজ্ঞাপন

চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি চলাকালীন ডান পায়ে চোট পান ফার্গুসন। সেই চোটের জন্যই পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে খেলেননি তিনি। যদিও আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছেন এই ডানহাতি পেসার। তবে শেষ পর্যন্ত সেই চোটেই চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়ে গেল অভিজ্ঞ এই কিউই পেসারের।

ফার্গুসনের আগেও ইনজুরির থাবা পড়েছে ব্ল্যাক ক্যাপসদের শিবিরে। এই সপ্তাহেই আরেক পেসার বিন সিয়ার্স ছিটকে গেছেন হ্যামস্ট্রিংয়ের চোটে। তার জায়গায় বদলি হিসেবে ডাক পড়েছে জ্যাকব ডাফির। ফার্গুসনের জায়গায় দলে আসা জেমিসন সব মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৪৫টি। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। সব মিলিয়ে তার খেলা ওয়ানডের সংখ্যা ১৩টি, উইকেট নিয়েছেন ১৪টি।

সারাবাংলা/জেটি

আইসিসি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি নিউজিল্যান্ড ক্রিকেট লকি ফার্গুসন

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর