বাবরকে সরিয়ে শীর্ষে শুবমান গিল
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৬
ওয়ানডে ব্যাটারদের র্যাংকিংয়ের শীর্ষে থেকেই চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছিলেন বাবর আজম। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ চলাকালীনই শুবমান গিলের কাছে শীর্ষস্থান হারালেন এই পাকিস্তানি ব্যাটার। বাবরকে সরিয়ে দ্বিতীয়বার ওয়ানডে ব্যাটারদের র্যাংকিংয়ের চূড়ায় উঠলেন গিল। আজ (বুধবার) সাপ্তাহিক র্যাংকিংয়ে হালনাগাদের পর এই খবর জানিয়েছে আইসিসি।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান স্কোরার হয়েছেন গিল। তিন ম্যাচে দুই ফিফটি আর অনেক রেকর্ড গড়া এক সেঞ্চুরিতে ৮৬.৩৩ গড়ে করেছেন ২৫৯ রান। ব্যাট হাতে অমন অনবদ্য পারফরম্যান্সেই ৭৯৬ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বর ওয়ানডে ব্যাটার হয়েছেন তিনি। এর আগে ২০২৩ বিশ্বকাপ চলাকালীন প্রথমবারের মতো ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষে ওঠেন ভারতের এই ডানহাতি ব্যাটার।
এক ধাপ অবনমনের পর দ্বিতীয় অবস্থানে বাবর। তৃতীয় স্থানে অপরিবর্তিত আছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এক ধাপ এগিয়ে চারে হাইনরিখ ক্লাসেন, দুই ধাপ এগিয়ে পঞ্চম অবস্থানে ড্যারিল মিচেল। ছয়ে বিরাট কোহলি, সাতে হ্যারি টেক্টর। বড় লাফ দিয়েছেন চারিথ আসালাঙ্কা, আট ধাপ এগোনো এই লংকান ব্যাটার এখন অষ্টম। এক ধাপ গিয়ে নয় নম্বরে শ্রেয়াস আইয়ার, দশে শাই হোপ।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে শ্রেষ্ঠ অবস্থানে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ধাপ এগিয়ে বাঁহাতি এই ব্যাটার এখন ২৬ তম। এক ধাপ পেছানো মুশফিকুর রহিম ৩৪ তম। অপরিবর্তিত ৩৬ তম অবস্থানে মাহমুদউল্লাহ রিয়াদ।
সারাবাংলা/জেটি