Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেঞ্চুরিয়ান উইল ইয়াং

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৬

১০৭ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন উইল ইয়াং

চ্যাম্পিয়নস ট্রফিতে উইল ইয়াংয়ের নিজের প্রথম ম্যাচ। আজ (বুধবার) পাকিস্তানের বিপক্ষে তার শুরুটা ছিল নড়বড়ে। অপর প্রান্তের দুই ব্যাটার ডেভন কনওয়ে আর কেইন উইলিয়ামসনও ফিরে গেলেন ৪০ রানের মধ্যে। কিন্তু এরপর ঠিকই ছন্দে ফিরলেন ইয়াং, ১০৭ বলে সেঞ্চুরি করে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজের অভিষেক রাঙালেন নিউজিল্যান্ডের এই ডানহাতি ওপেনার। অথচ রাচিন রবীন্দ্র ত্রিদেশীয় সিরিজে চোট না পেলে তার হয়তো খেলাই হতো না এই ম্যাচে।

বিজ্ঞাপন

সেই সুযোগটা বেশ দারুণভাবেই কাজে লাগালেন ইয়াং। নিউজিল্যান্ডের চতুর্থ ব্যাটার হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে করলেন সেঞ্চুরি। সব মিলিয়ে এটা তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। অবশ্য সেঞ্চুরির পর ইনিংস খুব বেশি টানতে পারেননি তিনি। নাসিম শাহর বলে তুলে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে বদলি ফিল্ডার ফাহিম আশরাফের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ১২ চার ও এক ছক্কায়  ১১৩ বলে ১০৭ রান করেছেন এই ডানহাতি ব্যাটার।

বিজ্ঞাপন

আউট হওয়ার আগে শুরুর ধ্বস থেকে দলকে টেনে তুলেছেন টম ল্যাথামের সাথে গুরুত্বপূর্ণ জুটিতে। চতুর্থ উইকেটে দুজন মিলে গড়েছেন ১২৬ বলে ১১৮ রানের জুটি।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩৯ রানের মাথায় আবরার আহমেদের বলে বোল্ড হন কনওয়ে। এক রানের ব্যবধানে নাসিমের বলে রিজওয়ানের হাতে ক্যাচ দেন উইলিয়ামসন। এক রান আসে এই ব্যাটারের থেকে, ছয় বছর পর ওয়ানডেতে সিংগেল ডিজিটে আউট হয়েছেন তিনি। ড্যারিল মিচেলও ইনিংস বড় করতে পারেননি, ২৪ বলে ১০ রান করে উইকেট দিয়েছেন হারিস রউফকে।

৩৮ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৯৩/৪।

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ উইল ইয়াং নিউজিল্যান্ড ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর